বৃষ্টি বিঘ্নিত দিনে জিয়াউরের সেঞ্চুরি

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
খুলনায় জাতীয় ক্রিকেট লীগে বরিশাল বিভাগ বনাম খুলনা বিভাগের ম্যাচটির তৃতীয় দিনে খেলা হয়েছে মাত্র ৪১.১ ওভার। এরপরে বৃষ্টির কারণে আর খেলাই হয়নি।
আগের দিনে ছয় উইকেটে ১৯৯ রান করা খুলনা এদিন শেষ করেছে সাত উইকেটে ৩৪৯ রানে। তবে এদিনের প্রাপ্তি হচ্ছে খুলনার জিয়াউর রহমানের সেঞ্চুরি।

আগের দিনে ৪৬ রানে অপরাজিত থাকা এই ব্যাটসম্যান এদিনে নিজের ইনিংস শেষ করেছেন ১১২ রানে পৌঁছে। ইনিংসে ছিল ১৩ টি চার ও একটি ছয়ের মার। এছাড়া আফিফ হোসেন করেছেন অপরাজিত ৮১* রান।
আটটি চার ও একটি ছক্কায় দারুণ এক ইনিংস সাজিয়েছেন তিনি। বরিশালের হয়ে দিনের একমাত্র উইকেটটি নিয়েছেন মোসাদ্দেক হোসেন। প্রথম ইনিংসে বরিশাল ২৯৯ রানে অলআউট হয়েছিল।
৫০ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শুরু করবে খুলনা। বৃষ্টির বাগড়ায় ম্যাচটি শেষদিনে চলে আসায় ড্র নিয়েই মাঠ ছাড়তে হতে পারে দুই দলকে, এমনটা বলাই যায়।
তৃতীয় দিনশেষে সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- খুলনা বিভাগ
বরিশাল বিভাগ প্রথম ইনিংসঃ- ২৯৯
খুলনা বিভাগ প্রথম ইনিংসঃ- ৩৪৯/৭
(জিয়াউর ১১২, আফিফ ৮১*; রাব্বি ২/৪৪)