রঙ ছড়াচ্ছে ঢাকা ডার্বির ম্যাচ

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা ডার্বির ম্যাচটি দারুণভাবেই জমে উঠেছে চতুর্থ দিনের জন্য। কেননা, মেট্রোর বোলাররা চাইবে দ্রুত বিভাগের আঁটটি উইকেট নিয়ে নিতে। অপরদিকে ড্র'য়ের জন্য মুখিয়ে থাকবে ঢাকা বিভাগ।
আগের দিন ডাবল সেঞ্চুরির প্রতিক্ষায় ছিলেন সাদমান ইসলাম। তবে এদিনে ব্যক্তিগত রানের সঙ্গে তিন রান যোগ করেই ফিরেছেন তিনি (১৮৯)। তাঁর পিছু পিছু বিদায় নিয়েছেন মেহরাব হোসেন জুনিয়রও (৪১)।
তৃতীয় দিনের শুরুতে দুই সেট ব্যাটসম্যানকে হারিয়ে রানের গতিও হারায় ঢাকা মেট্রো। ৩৮৭ রানেই অলআউট হয় তাঁরা। এই দুজন আউট হওয়ার পরে কেবল লড়াই চালাতে পেরেছেন জাকির হোসেন।

৩২* রানে নট আউট ব্যাটসম্যান হয়ে মাঠ ছেড়েছেন তিনি। ঢাকা বিভাগের হয়ে সালাউদ্দিন শাকিল নেন চারটি উইকেট। দুটি করে উইকেট শাহাদাত হোসেন এবং নাজমুল ইসলামের।
১৮১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেছিল ঢাকা বিভাগ। তবে তৃতীয় দিন শেষ হওয়ার আগে দুই উইকেট হারিয়েও ফেলেছে তাঁরা। স্কোরবোর্ডে যোগ করতে পেরেছে মাত্র ৫০ রান।
চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন সাইফ হাসান (২৭*)। মেট্রোর বোলার আরাফাত সানির বলে লেগ বিফোরে বিদায় নিয়েছেন আব্দুল মজিদ (১৮)।
এছাড়া আবু হায়দার রাজুর বলে ফিরেছেন রনি তালুকদার (৪)। চতুর্থ দিন শুরু করার আগে ঢাকা বিভাগ পিছিয়ে ১৩১ রানে, হাতে আট উইকেট। নিজেদের প্রথম ইনিংসে ২০৬ রানে অলআউট হয়েছিল তাঁরা।
তৃতীয় দিনশেষে সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- ঢাকা মেট্রো
ঢাকা বিভাগ প্রথম ইনিংসঃ- ২০৬
ঢাকা মেট্রো প্রথম ইনিংসঃ- ৩৮৭
ঢাকা বিভাগ প্রথম ইনিংসঃ- ৫০/২
(১৩১ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করবে ঢাকা বিভাগ, হাতে ৮ উইকেট)