promotional_ad

পিটার মুরের অসাধারণ ইনিংসের আফসোস

ছবিঃ- গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইস্ট লন্ডনে সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে ৩৪ রানে হেরেছে জিম্বাবুয়ে। টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেটে ১৬০ রান করেছে দক্ষিণ আফ্রিকা।


জবাবে ব্যাট করতে নেমে ইমরান তাহিরের জাদুকরী স্পিনে ১৭.২ ওভারের মধ্যে মাত্র ১২৬ রানেই অলআউট হয়েছে জিম্বাবুয়ে। ২১ বলে পাঁচটি ছক্কা আর একটি চারে দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন পিটার মুরে। তবে দল না জেতায় আফসোস হতেই পারে তাঁর।



promotional_ad

শেষদিকে ১৪ বলে দুটি ছক্কা এবং সমান চারে ২৮ রান করে তাঁকে সঙ্গ দিয়েছিলেন ব্রেন্ডন মাভুতা। কিন্তু, বাকী ব্যাটসম্যানদের দায়িত্বশীলতার অভাবে নির্ধারিত লক্ষ্য থেকে ৩৪ রান দূরেই থামতে হয়েছে তাঁদের।


এদিনে পাঁচ উইকেট নিয়েছেন তাহির। এছাড়া দুই উইকেট করে নিয়েছেন অ্যান্ডিল ফেহলুকওয়ায়ু এবং জুনিয়র ডালা। এর আগে মিডল ওভারের দায়িত্বশীল ব্যাটিংয়ে লড়াকু স্কোর তোলে আফ্রিকা।


দলের হয়ে অধিনায়ক ফাফ ডু প্লেসিস করেন ২০ বলে ৩৪ রান (পাঁচটি চার ও দুটি ছক্কায়)। ডেভিড মিলারের ব্যাট থেকে আসে ৩৪ বলে ৩৯ রান। এছাড়া ভ্যান ডার ডাসেন করেছেন ৪৪ বলে ৫৬ রান।



জিম্বাবুয়ের হয়ে তিনটি উইকেট নিয়েছেন কাইল জারভিস। এছাড়া দুটি উইকেট নিয়েছেন ক্রিস এম'পফু।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball