আমার ধারণা অপারেশন লাগবে নাঃ পাপন

ছবি: সাকিব আল হাসান

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সাকিব আল হাসানের হাতে অপারেশনের প্রয়োজন আছে, এমনটা মনে করছেন না ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিবের হাতের ইনজুরি দ্রুতই সেরে উঠবে বলে মনে করছেন তিনি। মঙ্গলবার দিন মিডিয়ার সামনে জানান,
"এখন ইনফেকশন ঔষধ দিলে ভালো হয়ে যায়, অপারেশন আর লাগবে না (সাকিবের আঙুলের) সেটা আমার ধারণা। ও নিজের সন্তুষ্টির জন্য অপারেশন করাতে চাইলে সমস্যা নাই। বাইরে ডাক্তার যদি বলে, ও ভালো আছে, ও খেলতে পারবে। যদি সব ঠিক থাকে, অপারেশন লাগবে না।"
এদিকে দেশের ক্রিকেটে জোর গুঞ্জন, বোর্ড সভাপতির নির্দেশে অনেকটা জোর করেই এশিয়া কাপ খেলতে গিয়েছিলেন সাকিব। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিলেন বিসিবি বস।

"নিদাহাস ট্রফির পর ব্যাংকক অস্ট্রেলিয়ায় গেল, ওর পছন্দমতো। এরপর আইপিএলের জন্য যখন পাসপোর্ট জমা দিল, তখনই বলতে পারল খেলতে পারবে। ব্যথা থাকলেও জোর করে খেলাব এই প্রশ্নই আসে না। সাকিব ভালো হয়ে যাবে, খুব ভালোভাবে উন্নতি করছে।"
একইসঙ্গে দেশের ক্রিকেটের অভিভাবক মনে করেন, খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন সাকিব। দুই-তিন মাস পরেই ক্রিকেট মাঠে দেখা যাবে তাঁকে। পাপন আরও জানান,
"আমরা আরও চেষ্টা করছি, এক্স্যাক্টলি কী কারণে এমন হলো। আমার ধারণা, দুই তিন মাস তো লাগবেই। আমার জানা মতে, কোনো ইনফেকশন এতোদিন লাগার কথা না।
"আমি তো ড???ক্তার না, ডাক্তারের রিপোর্ট দেওয়ার পর বাকিটা বলতে পারব। এখন রিপোর্ট দেখতে হবে। আমরা নিজেরা বলে তো লাভ নেই।"
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিং করার সময় ইনজুরি আক্রান্ত হন সাকিব। এরপরে নিদাহাস ট্রফি, আইপিএল, আফগানিস্তান সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং এশিয়া কাপের মাঝামাঝি পর্যন্ত ইনজুরি নিয়েই খেলেছেন তিনি।