চট্টগ্রামে ক্ষুদে টাইগারদের তোপের মুখে হংকং

ছবি: বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে গত ম্যাচে ৩ উইকেটের জয় পেয়েছিল টাইগার যুবারা। সেই জয়ে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে আজ হংকংয়ের বিপক্ষে মাঠে নেমেছে তৌহিদ হৃদয়ের দল। আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সকাল ৯টায় শুরু হওয়া এই ম্যাচে খেলতে নেমেই ক্ষুদে টাইগারদের তোপের মুখে পড়েছে হংকং।
এদিন টসে জিতে হংকংয়ে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন যুব দলের অধিনায়ক হৃদয়। কিন্তু ব্যাটিং করতে নেমেই ১১ রানের মাথায় প্রথম উইকেট হারায় সফরকারীরা। ২ রান করে শরিফুল ইসলামের বলে উইকেটরক্ষক আকবর আলির হাতে স্ট্যাম্পিংয়ের শিকার হন ওপেনার হারপ্রিত সিং।
এরপর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার কালহান চাল্লু এবং তিন নম্বরে নামা ওয়াজিদ শাহ। ১৬ রান করা চাল্লু মিনহাজুর রহমানের এবং ৫ রান করা ওয়াজিদ মৃত্যুঞ্জয় চৌধুরীর শিকার হয়ে সাজঘরে ফিরেছেন। এর ফলে দলীয় মাত্র ২৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপদের মুখে পড়তে হয়েছে কবির সোধির নেতৃত্বাধীন হংকং দলটিকে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৩ উইকেটে ৪৫ রান (২০ ওভার)। ক্রিজে অপরাজিত আছেন হারুন আরশাদ এবং অদিত গোরাওয়ারা। দুইজনই ৯ রান নিয়ে ব্যাট করছেন।
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ একাদশ-
তানজিদ হাসান, সাজিদ হোসেন, তৌহিদ হৃদয় (অধিনায়ক), শামিম হোসেন, আকবর আলি (উইকেটরক্ষক), মৃত্যুঞ্জয় চৌধুরী, রিশাদ হোসেন, রাকিবুল হাসান, মিনহাজুর রহমান, মাহমুদুল হাসান জয়, শরিফুল ইসলাম।
হংকং অনূর্ধ্ব ১৯ একাদশ-
হারপ্রিত সিং, কালহান চাল্লু, ওয়াজিদ শাহ, হারুন আরশাদ, অদিত গোরাওয়ারা, মোহাম্মদ হাসান, ড্যানিয়েল বাট, কবির সোধি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রওনক কাপুর, নাসরুল্লাহ রানা, হাসান খান মোহাম্মদ।