রশিদের কাছে জায়গা হারালেন সাকিব

ছবি: সাকিব আল হাসান

|| ডেস্ক রিপোর্ট ||
সদ্য শেষ হওয়া এশিয়া কাপের পর ওয়ানডে ফরম্যাটের সেরা অলরাউন্ডারের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আর এই তালিকায় অবনমন হয়েছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। আফগান রশিদ খানের কাছে জায়গা হারিয়ে প্রথম থেকে দ্বিতীয়তে নেমে গিয়েছেন তিনি।
এশিয়া কাপে ব্যাট এবং বল হাতে দারুণ অলরাউন্ড পারফর্মেন্স উপহার দিয়েছেন আফগান ক্রিকেটার রশিদ খান। পুরো টুর্নামেন্টে ৫ ম্যাচে ৩.৭২ ইকোনমি রেটে ১০ উইকেট শিকার করেছেন তিনি। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে ৪৩.৫০ গড়ে তিনি সংগ্রহ করেছেন ৮৭ রান।
যেখানে বাংলাদেশের বিপক্ষে ৫৭ রানের অনবদ্য একটি ইনিংস খেলেছিলেন এই লেগি। টুর্নামেন্টে দারুণ এই পারফর্মেন্সের সুবাদেই সাকিবকে টপকে শীর্ষে উঠে এসেছেন রশিদ।
বর্তমানে রশিদ খানের রেটিং পয়েন্ট ৩৫৩। যেখানে সদ্য মুকুট হারানো সাকিবের পয়েন্ট ৩৪১। অর্থাৎ রশিদের থেকে ১২ পয়েন্টে পিছিয়ে আছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনাল ম্যাচের আগে পর্যন্ত সাকিব এশিয়া কাপে সাকিব খেলেছিলেন ৪টি ম্যাচ। যেখানে ব্যাট হাতে ৪৯ রান সংগ্রহ করেছিলেন।আর বল হাতে তাঁর শিকার ছিল ৭টি উইকেট। যেখানে ৪.৫৬ ইকোনমি রেটে বল করেছিলেন তিনি।

অলরাউন্ডার র্যাংকিংয়ের তালিকা (সেরা ১০)
১। রশিদ খান (আফগানিস্তান) (রেটিং পয়েন্ট- ৩৫৩)
২। সাকিব আল হাসান (বাংলাদেশ) (রেটিং পয়েন্ট- ৩৪১)
৩। মোহাম্মদ নবী (আফগানিস্তান) (রেটিং পয়েন্ট- ৩৩৭)
৪। মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড) (রেটিং পয়েন্ট- ৩১৭)
৫। মোহাম্মদ হাফিজ (পাকিস্তান) (রেটিং পয়েন্ট- ৩০৬)
৬। মইন আলী (ইংল্যান্ড) (রেটিং পয়েন্ট- ৩০১)
৭। অ্যাঞ্জেলো ম্যাথিউস (শ্রীলঙ্কা) (রেটিং পয়েন্ট- ২৯৬)
৮। ক্রিস ওকস (ইংল্যান্ড) (রেটিং পয়েন্ট- ২৮৫)
৯। জ্যাসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ) (রেটিং পয়েন্ট- ২৮৩)
১০। মিচেল মার্শ (অস্ট্রেলিয়া) (রেটিং পয়েন্ট- ২৬০)