পাকিস্তান বলেই আত্মবিশ্বাসী সৌম্য

সৌম্য সরকার ও কোর্টনি ওয়ালশ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


তরুণ ওপেনার নাজমুল হোসেন শান্তর বাজে পারফর্মেন্স এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে সুযোগ করে দিতে পারে বাঁহাতি ওপেনার সৌম্য সরকারকে। পাকিস্তান বলেই এই ম্যাচের আগে বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছেন সৌম্য।


"পাকিস্তানের পেসাররা সব সময়ই একটু আলাদা। তবুই এই টুর্নামেটে যতটা ভালো করবে মনে হয়েছিল এতোটা করতে পারেনি। এমন আবহাওয়ায় পেস বোলিং করাও কঠিন।আমার কাছে মনে হয় সবাই যদি মানসিক ভাবে শক্ত থেকে খেলতে পারে তবে ভালো হবে।"


promotional_ad

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় হুমকির নাম তাদের পেস বোলিং আক্রমণ। সৌম্য জানিয়েছেন তাদের এই পেস আক্রমণের বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরিটি করেছিলেন তিনি।


২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ১২৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন সৌম্য। তবে তাদের বোলিং আক্রমণ নিয়ে বেশি ভাবতে নারাজ এই বাঁহাতি ওপেনার। কারণ এই ভাবনাই কাল হতে পারে।


"আমার যে সেঞ্চুরিটা ছিল তখনও তিনজন পেসার খেলেছিল। এখনও আছে। ওইরকম কিছু যদি চিন্তা করি তবে নিজের মধ্যে বেশি চাপ আসবে। আমার মতে বল টু বল খেললে আর ইতিবাচক ভাবে খেললে জিনিসটা সহজ হবে।"


পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোর পর আর কোনো সেঞ্চুরির দেখা পাননি সৌম্য। এবার ভাগ্যের জোড়ে এশিয়া কাপের দলে ডাক পেয়েছেন তিনি। ওপেনার তামিম ইকবালের ইনজুরিতে দেশ থেকে উড়িয়ে আনা হয়েছে সৌম্য আর ইমরুলকে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball