মানসিকতায় এগিয়ে মাশরাফিরাই

ছবি: বাংলাদেশ দল

|| ডেস্ক রিপ???র্ট ||
পাকিস্তানের বিপক্ষে আগামীকালের ম্যাচে মাঠে নামার আগে যথেষ্টই চাঙ্গা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আর তাদের এই আত্মবিশ্বাসের উৎস হিসেবে কাজ করছে আফগানদের বিপক্ষে ৩ রানের রুদ্ধশ্বাস জয়টি।
বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট ম্যানেজার এবং নারী দলের পরামর্শক নাজমুল আবেদিন ফাহিমও মনে করছেন এই জয়টিই টাইগারদের মানসিক দিক থেকে এগিয়ে রাখবে আগামীকাল। টাইগারদের অলিখিত সেমিফাইনালের আগের দিন সাংবাদিকদের ফাহিম বলেছেন,
'পাকিস্তানের বিপক্ষে এ ধরণের ম্যাচ জিততে যে মানসিকতা নিয়ে মাঠে যাওয়া দরকার সেটা আমাদের দলের আছে। শেষ ম্যাচটি তারা জেভাবে জিতেছে সেটা তাদের মানসিক দিক থেকে যথেষ্ট চাঙ্গা রাখবে। তারা জানে অনেক জায়গাতেই তারা খারাপ করছে তারপরেও একটা মিনিমাম পারফর্মেন্স কিন্তু হচ্ছে।'

বাংলাদেশ দলের মূল সমস্যার নাম এখন ওপেনিং বলেও বিশ্বাস করেন অভিজ্ঞ এই কোচ। এশিয়া কাপের প্রায় প্রতিটি ম্যাচেই উদ্বোধনী জুটি নিয়ে সমস্যায় পড়তে হয়েছে টাইগারদের। তামিম ইকবালের পর কোন ওপেনারই এখন পর্যন্ত আস্থার জায়গা সৃষ্টি করতে পারেননি।
আর এই কারণে চাপ পড়ছে দলের মিডল অর্ডার ব্যাটসম্যানদের ওপর বলে মনে করছেন ফাহিম। তবে সে সকল বাঁধা এরই মধ্যে পেরিয়ে এসেছে বাংলাদেশ। আর এখান থেকে ফাইনাল খেলাও অসম্ভব কিছু নয় উল্লেখ করে সাকিব তামিমদের কোচ বলেছেন,
'আমরা কিন্তু প্রতিটি ম্যাচেই ওপরের দিকে ব্যর্থ হচ্ছি এবং পরে তার বোঝাটা মিডল অর্ডারের ওপর এসে পড়ছে। কোনদিন মুশফিক খেলেছে, কোনদিন মিঠুন আবার কোনদিন কেউই খেলতে পারেনি। সেটি পেরিয়ে এসে বাংলাদেশ এখন এমন একটি জায়গায় দাঁড়িয়েছে যেখান থেকে ফাইনাল খেলা সম্ভব। সেই দরজা খোলা আছে। বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে জয়ের যে অভিজ্ঞতাটা আছে সেটা বাংলাদেশকে মানসিকভাবে এগিয়ে রাখবে।'
ওপেনিংয়ে একটি ভাল জুটি গড়তে পারলে যে বাংলাদেশ ২৭০-৮০ রানও করতে সক্ষম সেটি বিশ্বাস করেন ফাহিম। আর সেই কারণে দলের ওপেনারদের প্রতি বেশি গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ফাহিমের ভাষ্যমতে,
'অবশ্যই আমরা কিছু কিছু বিভাগে ভাল করিনি সেখানে ভাল করা প্রয়োজন। প্রথমেই ওপেনিংয়ের কথা বলবো। যারা খেলেছে তাদের আত্মবিশ্বাসী মনে হয়নি। সেটা খুব জরুরী যে ওখানে যেন আমরা ভাল শুরু করে আসতে পারি। শুরুটা ভাল হলে ২৭০-২৮০ বা তারও বেশি করার ক্ষমতা আমাদের আছে।'