উইনিং কম্বিনেশন ধরে রাখবে বাংলাদেশ?

ছবিঃ ক্রিকইনফো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এশিয়া কাপে এখন পর্যন্ত চার ম্যাচের চারটিতেই পাওয়ার প্লে'তে ব্যর্থতার পরিচয় দিয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যানরা। যা পাকিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচের আগে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে টিম ম্যানেজম্যান্টের জন্য।


তামিম ইকবাল ইনজুরির কারণে দলে নেই তাই ওপেনিংয়ের দায়িত্ব পালন করতে হচ্ছে লিটন দাস এবং তরুন নাজমুল হোসেন শান্তকে। কিন্তু এই দুই ওপেনারের ব্যাটে এখন পর্যন্ত তিন ম্যাচেই ভালো সূচনা পায়নি টাইগাররা। 


অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর হয়তো উইনিং কমিনেশন ভাঙ্গতে চাইবেন না। যেকারণে আরও একটি সুযোগ পেতে পারে শান্ত এবং লিটনের জুটি।


promotional_ad

তবে এশিয়া কাপের মাঝে দলের সঙ্গে যোগ দেয়া সৌম্য সরকারকে পাকিস্তানের বিপক্ষে একাদশে রাখতে পারে টিম ম্যানেজম্যান্ট। কারণ প্রতিপক্ষ পাকিস্তানের বিপক্ষে বাঁহাতি এই ওপেনারের গড় ৮২, সেঞ্চুরি রয়েছে একটি।


পরিসংখ্যান বিচারে তরুন শান্তর জায়গায় একাদশে ফিরতে পারেন সৌম্য সরকার। এই একটি পরিবর্তন ছাড়া মিডেল অর্ডারে আর কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই।


গেল ম্যাচে মিডেল অর্ডারে দুর্দান্ত খেলা ইমরুল কায়েসকে এই ম্যাচেও দায়িত্ব পালন করতে হতে পারে ৬ নম্বরে। আর আফগানদের বিপক্ষে অভিষেক হওয়া স্পিনার নাজমুল ইসলাম অপু এই ম্যাচেও দলে জায়গা ধরে রাখতে পারেন।


বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ


লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত/ সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball