সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন স্টুয়ার্ট ল

ছবি: স্টুয়ার্ট ল

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ান কোচ স্টুয়ার্ট ল। গত বছরের ফেব্রুয়ারিতে ক্যারিবিয়ানদের প্রধান কোচের দায়িত্ব পাওয়া ল এর শেষ দুইটি অ্যাসাইনমেন্ট আগামী অক্টোবর এবং নভেম্বরে ভারত ও বাংলাদেশ সফর।
এরপর ইংল্যান্ডের কাউন্টি দল মিডলসেক্সের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। ৪৯ বছর বয়সী অভিজ্ঞ ল সরে দাঁড়ানো প্রসঙ্গে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন মূলত নিজের পরিবারের পাশে থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ল বলেছেন,
'আমাকে উইন্ডিজদের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর মতো কঠিন সিদ্ধান্তটি নিতেই হতো। এখানে কাজ করা অনেক উপভোগ্য ছিল এবং আমি বিশ্বাস করি আমরা গত দুই বছরে দারুণ উন্নতি করেছি দল হিসেবে। আমি মিডলসেক্স সিসিসির কোচ হিসেবে দায়িত্ব পালন করব। এর মাধ্যমে আমি আমার পরিবার এবং ক্রিকেটের কাছাকাছি থাকতে পারব। আমি সিডব্লিউআইয়ের সকল কর্মকর্তা এবং ক্রিকেটারদের শুভকামনা জানাচ্ছি।'

২০১৬ সালে ফিল সিমন্সকে সরিয়ে দিয়ে উইন্ডিজ দলের দায়িত্বভার তুলে দেয়া হয়েছিল সাবেক অজি ক্রিকেটার ল এর কাঁধে। এখন পর্যন্ত মত ৩২টি টেস্টে ক্যারিবিয়ানদের কোচিং করিয়েছেন তিনি।
যার মধ্যে জয়ের দেখা পেয়েছেন ৯টিতে। অবশ্য আন্তর্জাতিক টি টুয়েন্টিতে ল এর রেকর্ড টেস্টের থেকেও ভাল। তাঁর কোচিংয়ে ১৯টি টি টুয়েন্টি ম্যাচের ৮টিতে জয় তুলে নিতে সক্ষম হয়েছে ক্যারিবিয়ানরা।এদিকে ল এর সরে দাঁড়ানো নিয়ে হতাশা প্রকাশ করেছেন উইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনি গ্রেভ। তিনি জানিয়েছেন,
'স্টুয়ার্টের চলে যাওয়াতে আমি হতাশ। আমি বিশ্বাস করি তাঁর অধীনে আমরা আসলেই অনেক উন্নতি করেছি। আমি জানি তাঁর জন্য এটি একটি কঠিন সিদ্ধান্ত ছিল। তবে ইংল্যান্ডে কাজ করার জন্য সে সুযোগ পেয়েছে যেখানে তাঁর পরিবার রয়েছে, সুতরাং এটি একটি মূল কারণ। আমরা দ্রুতই নতুন কোচ নিয়োগের ব্যাপারে কাজ শুরু করব।'
উল্লেখ্য, মিডলসেক্সের সাথে ল এর চুক্তির মেয়াদ আগামী ৪ বছর পর্যন্ত। সেখানে তিন ফরম্যাটেই কোচিং করাবেন তিনি।
সুত্র- ইএসপিএন