মাশরাফির তাড়নাতেই ক্র্যাম্প অগ্রাহ্য করেছিলেন ফিজ

ছবি: মুস্তাফিজ, ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে জয়ের নায়ক ছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। শেষ ওভারে যখন আফগানদের ৮ রান প্রয়োজন ছিল তখনই বল হাতে নিজের কারিশমা দেখান ফিজ। ডেথ ওভারে যে তিনিই দেশের সেরা বোলার সেটি আরও একবার প্রমাণ করলেন তিনি।
শেষ ওভারে ৫ রান দিয়ে দলকে জয়ের বন্দরে নোঙ্গর করে তবেই মাঠ ছাড়েন ফিজ। যদিও সেই ওভারের পেছনের গল্পটি একটু ব্যতিক্রম। ফিজকে দিয়ে মূলত ১০ ওভারের কোটা পূরণ করারই ইচ্ছা ছিল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। কিন্তু এক্ষেত্রে বাঁধ সেধেছিল আরব আমিরাতের অসহনীয় গরম।

একটা সময় টানা তিন ওভার করার পর পায়ের পেশিতে টান পড়েছিল ফিজের। সেসময় অধিনায়ক মাশরাফিকে বলার পর তাঁকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নেন অধিনায়ক। এর ফলে ক্র্যাম্প নিয়েও শেষ ওভারে পুরোদমে বোলিং করে যেতে সক্ষম হয়েছিলেন ফিজ। সেই মুহূর্তটির কথা মনে করে স্বল্পভাষী মুস্তাফিজ সাংবাদিকদের জানিয়েছেন,
'ভাই (মাশরাফি) আমাকে একটা কথা বলছিল যে, ‘তোর বোলিং করা লাগবেই’। মাঝখানে ৩ ওভার বোলিংয়ের সময় ভাইকে বলেছি যে পায়ে টান লাগছে। ভাই তখন বলেছেন যে ‘তুই রেস্ট নে। শেষে করবি আবার।’ আমি বলছি যে, ‘ভাই ঠিক আছে, যেভাবে পারি করব।’
উল্লেখ্য এখন এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ২৬ তারিখ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর এই ম্যাচে জয় পেলে ফাইনালের পথ সুগম হবে তাদের।