ভারত-পাকিস্তান ফাইনাল চান সাবেক ভারতীয় ওপেনার

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপে ভারত-পাকিস্তানের আরও একটি লড়াই দেখতে চান ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়া। আর বুধবার বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচে তাই পাকিস্তানকেই ফেভারিট মানছেন তিনি।
এবারের আসরে দুইবার ভারত-পাকিস্তানের লড়াই দেখেছে ক্রিকেট বিশ্ব। আর সাবেক এই ওপেনার আশাবাদী ফাইনালে আবারও মুখোমুখি হব এই দু'দল।

বুধবার অলিখিত সেমিফাইনালে লড়বে বাংলাদেশ এবং পাকিস্তান। এই ম্যাচে মাশরাফিদের থেকে সরফরাজদেরকেই এগিয়ে রাখছেন তিনি।
'পাকিস্তান এবং বাংলাদেশের ম্যাচটাকে অলিখিত সেমিফাইনাল হিসেবে দেখছি আমি। যে জিতবে সেই ভারতের সাথে ফাইনালে খেলবে।
তবে ম্যান টু ম্যান মার্কিং করলে আমি পাকিস্তানকে এগিয়ে রাখবো। হতে পারে টুর্নামেন্টে তৃতীয় বারের মত আমরা ভারত-পাকিস্তানের লড়াই দেখবো। আকাশ চোপড়া'
বুধবার ফাইনালে এশিয়া কাপে তৃতীয় বারের মত ওঠার মিশনে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে এই ম্যাচটি।