promotional_ad

ইনজুরিতে তিন ভারতীয় ক্রিকেটারের এশিয়া কাপ শেষ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার ফোর মিশন শুরু করবে টিম ইন্ডিয়া। আর গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া


পাকিস্তানের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময় কোমরের ইনজুরিতে পরে মাঠ ছেড়ে গিয়েছিলেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। পরবর্তীতে খবর আসে, এশিয়া কাপ শেষ হয়ে গিয়েছে তাঁর।


হার্দিকের ইনজুরির খবর পাওয়ার খানিক পরই দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে জানানো হয়েছে হার্দিকের সঙ্গে ইনজুরির কারণে এশিয়া কাপ শেষ স্পিনার অক্ষর পাটেল এবং শার্দূল ঠাকুরেরও।


promotional_ad

'পাকিস্তানের বিপক্ষে ম্যাচ চলাকালিন সময় আঙ্গুলে চোট পেয়েছেন অক্ষর। পরবর্তীতে স্ক্যান করে দেখা যায় আঙ্গুলে চিড় ধরেছে তাঁর।'


এদিকে হার্দিক পান্ডিয়ার বদলি হিসেবে দলে যোগ দিচ্ছেন অলরাউন্ডার দিপক চহর। আর অক্ষরের বদলি হিসেবে ১ বছর পর ওয়ানডে দলে ফিরেছেন স্পিন বোলিং অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা।


এছাড়া শার্দূল ঠাকুরের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন পেসার সিদ্ধার্থ কউল। যিনি দুই দিন আগেও ভারতীয় দলের সঙ্গে ছিলেন নেট বোলার হিসেবে। পরবর্তীতে বিজয় হাজারে ট্রফিতে অংশ নিতে দেশে ফেরেন তিনি।


জানা গিয়েছে তিনজনই ইতিমধ্যে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। বিকেলের মধ্যে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে এই তিন ক্রিকেটারের। 


রবিবার সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারত। আর ম্যাচের আগে দলে এই তিনজনের ইনজুরি চিন্তার কারণ হতে পারে টিম ইন্ডিয়ার জন্য। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball