promotional_ad

সাংবাদিকদের একই প্রশ্নে বিরক্ত তামিম

তামিম ইকবাল
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর থেকে তামিম ইকবালকে একই প্রশ্নের উত্তর দিতে হচ্ছে বারবার। সবাই জানতে চাইছেন ভাঙ্গা হাত নিয়ে ব্যাটিংয়ে নামার গল্পটা। তামিম অবশ্য বেশ বিরক্ত এই বিষয়টি নিয়ে। তিনি জানিয়েছেন একই কথা তার বারবার বলতে ভালো লাগছে না তার।


'এই ব্যাপারটি আমি অনেকবারই বলে ফেলেছি ইতিমধ্যে। আমার বল খেলার কথা ছিল না। তবে আমার কাছে মনে হয়েছিল আমি একটি বল খেলতে পারব। আমি সেই আত্মবিশ্বাসটি নিয়েই সেখানে যেয়ে একটি বল খেলার চেষ্টা করেছি। আমি মনে হয় এই ব্যাপারটি অনেকবার বলেছি। এক কথা আসলে বারবার বলতে ভাল লাগে না।'

promotional_ad

লঙ্কানদের বিপক্ষে ইনিংসের দ্বিতীয় ওভারে হাতে চোট পেয়ে মাঠ থেকে ড্রেসিংরুম চলে গিয়েছিলেন এই ওপেনার। তারপর ভাঙ্গা হাত নিয়ে হাসপাতালে। সেখানেই স্ক্যানের পর জানতে পেরেছিলেন এই ম্যাচ তো বটেই পুরো এশিয়া কাপ থেকেই ছিটকে গেছেন তিনি।


এরপর দলের প্রয়োজনে শেষ উইকেটে মুশফিককে সঙ্গ দিতে মাঠে নেমেছিলেন তামিম। এক হাতে মোকাবেলা করেছেন একটি বল। এই ওপেনারকে নিয়ে শেষ উইকেটে মুশফিক যোগ করেন ৩২ রান। আর তাতেই লড়াইয়ের পুঁজিটা প্রতিপক্ষের নাগালের বাইরে নিয়ে যায় বাংলাদেশ।


গত বেশ কয়েক বছর ধরে দুর্দান্ত ফর্মে আছেন তামিম। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের দুটিতে সেঞ্চুরি, আরেকটিতে ফিফটি করেছেন। এই ফর্ম নিয়ে এশিয়া কাপ খেলা হবে না! তাই বেশ হতাশ তিনি। এখন ইনজুরি কাটিয়ে মাঠে ফেরাই তামিমের মূল লক্ষ্য।


'সত্যি কথা বলতে আমার এশিয়া কাপ নিয়ে অনেক বেশি প্রত্যাশা ছিল ব্যক্তিগতভাবে। তবে এভাবে করে ইনজুরির কারণে ফেরত আসা ভাল লাগার কথা না। এটি আসলেই হতাশাজনক। এটি এমনই একটি ইনজুরি যে নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। এখন আমার যেটা কাজ করা দরকার সেটি করার মাধ্যমে যত দ্রুত সম্ভব মাঠে ফিরে আসব।'


আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball