ওপেনিংয়ের জন্য তৈরি মিথুন

ছবি: মোহাম্মদ মিথুন

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ দলের স্থায়ী ওপেনার তামিম ইকবাল ইনজুরিতে পড়ে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন। তার জায়গায় ওপেনিংয়ে দেখা যেতে পারে টাইগারদের আরেক ব্যাটসম্যান মোহাম্মদ মিথুনকে।
এই উইকেটরক্ষক ব্যাটসম্যান জানিয়েছেন দল যদি চায় ওপেনিংয়ের জন্য তিনি তৈরি, "সত্যি কথা বলতে আমি জানিনা কোথায় ব্যাট করবো আমি পরবর্তী ম্যাচে কিন্তু দল যদি চায় আমি ওপেনিংয়ের জন্য তৈরি।"

লঙ্কানদের বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ইনিংসের প্রথম ওভারেই লিটন দাস (০) ও সাকিব আল হাসানকে (০) ফিরিয়ে দিয়েছিলেন লাসিথ মালিঙ্গা। সুরঙ্গা লাকমলের করা ইনিংসের দ্বিতীয় ওভারে রিটায়ার্ড হার্ড হয়ে ফিরেন তামিম ইকবাল (০)।
এরপর মিথুন ও মুশফিকের লড়াইয়ে ম্যাচে ফেরা। এই দুজনে যোগ করেন ১৩২ রান। এই জুটিতে মিথুনের অবদান ৬৩ রান। মিথুন জানিয়েছেন এটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস। তাছাড়া, দলের জয়ে অবদান রাখতে পেরে দারুণ খুশি তিনি।
"সত্যি বলতে আমি দারুণ আনন্দিত দলের জন্য অবদান রাখতে পেরে। এখন পর্যন্ত এটা আমার জীবনের সেরা ইনিংস। কারণ এর আগে তেমন কিছু করিনি যেটা নিয়ে আলোচনা হবে। অবশ্যই ভালো লাগছে যে দলের হয়ে অবদান রাখতে পেরেছি।"
শেষ ম্যাচে পাঁচ নম্বরে ব্যাট করলেও নেমেছেন দুই ওভার শেষেই। স্বাভাবিকভাবে টপ অর্ডারে খেলতে পছন্দ করেন তিনি। তবে জাতীয় দলে তার জায়গা মিডেল অর্ডারে। তিনি এতো তাড়াতারি ব্যাটিং করবেন বলে আশা করেননি। তাছাড়া দলের ব্যাটিং বিপর্যয় অপ্রত্যাশিত ছিল বলেও জানিয়েছেন তিনি।
"এটা সত্য যে আমি এতো তাড়াতারি ৫ নম্বরে ব্যাটিং করবো আশা করিনি। কারণ জায়গাটি মিডেল অর্ডার ব্যাটসম্যানদের। আমরা সচরাচর এমন বিপর্যয়ে পড়ি না। তাই এটা আমার জন্য বিস্ময়কর ছিল।"