কোলপাকের বলি আরেক প্রোটিয়া ক্রিকেটার

ছবি: ওয়েন পার্নেল

|| ডেস্ক রিপোর্ট ||
মরনে মরকেল, রাইলি রুশো ও কাইল অ্যাবোটের পর কোলপাক চুক্তিতে নাম লেখালেন প্রোটিয়া পেসার ওয়েন পার্নেল। এর মধ্যে দিয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে বলেই ধরা যায়।
তিনি কাউন্টি দল ওরচেস্টারশায়ারে নাম লিখিয়েছেন। এই চুক্তির ফলে দলটিতে তিনি স্থানীয় ক্রিকেটার হিসেবে অংশ নিতে পারবেন। কোলপাক চুক্তিতে নাম লেখানোর কথা নিজেই জানিয়েছেন পার্নেল।
তিনি বলেছেন, "সম্ভবত এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। অবশ্যই এটি রাতারাতি সিদ্ধান্ত ছিল না। এটি একটি খুব কঠিন সিদ্ধান্ত এবং আমি পুরোপুরি সচেতন এবং পেশাদারি বিষয় বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি।"

এই ক্রিকেটার পবিবার ও বন্ধুবান্ধবদের ধন্যবাদ জানিয়েছেন যারা তার কঠিন সময়গুলোতে তার পাশে দাঁড়িয়েছিল। বিদায় বেলায় জানিয়েছেন দেশের হয়ে খেলা তিনি সবসময় উপভোগ করেছেন।
"আমার অভিষেকের পর থেকে আমি সবসময় আমার দেশের হয়ে খেলা উপভোগ করেছি। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমার পরিবার, বন্ধুবান্ধব ও যারা আমাকে কঠিন সময়গুলোতে সাহায্য করেছে।"
পার্নেল সবশেষ ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে খেলেছেন। এরপর থেকেই জাতীয় দলে অনেকটাই অনিয়মিত হয়ে পড়েন তিনি। তাই কোলপাকের মতো কঠিন একটি চুক্তি করতে বাধ্য হয়েছেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার।
এদিকে, বিতর্কিত এই চুক্তির মারপ্যাঁচে বর্তমান সময়ে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন দক্ষিন আফ্রিকা ক্রিকেট দল। তাদের সোনালী যুগের সারথি গ্রায়েম স্মিথ, জ্যাক ক্যালিস, মার্ক বাউচার পরবর্তী যুগে এমনিতেই টেস্টে দক্ষিন আফ্রিকা পার করছে কঠিন সময়।
গত দুই বছরে অধিনায়কত্বের পালাবদল হয়েছে তিনবার। এর প্রভাব পড়েছে টেস্ট র্যাঙ্কিংয়েও। হারাতে হয়েছে শীর্ষ স্থান। এমন সময়ে জাতীয় দলের পারফর্মাররা অবসর নিয়ে কাউন্টিতে যোগ দান করায় বড় ধাক্কা খেয়েছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। এই ধাক্কা কাটিয়ে উঠতে লম্বা সময় লাগবে তাদের।