তামিম-মুশফিকদের বিকল্প তৈরি হয়নিঃ নাজমুল আবেদীন

ছবি: মুশফিক, মাশরাফি ও তামিম

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি এশিয়া কাপে বাংলাদেশ দলের বড় শঙ্কার নাম হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। দলের শীর্ষ বেশ কয়েকজন ক্রিকেটার ইনজুরির সাথে লড়ছেন। এমন অবস্থায় বাংলাদেশ নারী দলের মেন্টর নাজমুল আবেদীন ফাহিম মনে করেন এখনও বাংলাদেশ সাকিব-তামিম-মুশফিকদের বিকল্প তৈরি করতে পারেনি।
"যদি ব্যাকআপের কথা বলেন, মুশফিক-সাকিব-তামিমদের ক্ষেত্রে আমাদের কোন ব্যাকআপ নেই। ওদের বদলী ক্রিকেটার আমরা তৈরি করতে পারি নি এবং এত দ্রুত সম্ভবও না। একজন না থাকলে সেটা মেকআপ করা যায়। যদি দুই তিনজন হয় তাহলে সেটা কঠিন হবে। আমরা অবশ্যই চাইব না এমন কিছু হোক।"
এশিয়া কাপের আগে থেকেই আঙ্গুলের ইনজুরি ভোগাচ্ছে তামিম ইকবালকে। এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আবারও পুরনো চোটে আঘাত পেয়েছেন তিনি। এরই মধ্যে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন তিনি।

তামিমের সাথে ইনজুরির সাথে লড়ছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহীমও। সাকিব চলতি বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আঙ্গুলে ব্যাথা পেয়েছিলেন। এরপর কিছুটা সুস্থ হলেও পুরোপুরি ভালো হয়ে উঠতে পারেননি।
আঙ্গুলের চোট নিয়েই খেলেছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। খেলে চলেছেন এশিয়া কাপেও। আর মুশফিক এশিয়া কাপের প্রস্তুতির সময় বুকের পাঁজরে চোট পেয়েছিলেন। তার পাঁজরের ৯ নম্বর হার ভেঙে গেছে। তিনি এশিয়া কাপের প্রথম ম্যাচে খেলেছেন এই চোট নিয়েই।
তামিম না থাকলেও বাংলাদেশ দল তাকে ছাড়াই ভালো করবে বলে বিশ্বাস নাজমুল আবেদীন ফাহিমের। বাংলাদেশ এখন জেতার জন্য খেলে বলেও মন্তব্য করেছেন তিনি। একারণেই দলে কিছুটা চাপ তৈরি হয় বলে জানিয়েছেন এই কোচ।
"তামিম ইতিমধ্যেই নেই। আশা করব বাকি যারা আছে তাঁরা খেলা চালিয়ে যেতে পারবে। কিন্তু খুব কঠিন প্রতিযোগিতাপূর্ণ খেলা হয় এমন টুর্নামেন্টে। শতভাগ ফিট না হলে মানিয়ে নেয়া খুবই কঠিন। একটা সময় ছিল আমরা শুধু ভাল খেলার জন্য খেলতাম, এখন তো আর সেই সময় নেই। আমরা এখন শেষ পর্যন্ত লড়াই করে জয়ের জন্য খেলি। সেজন্য যেই ইন্টেনসিটি নিয়ে খেলতে হয়, সেটা শরীরের ওপর অনেক চাপ দেয়।"
খেলোয়াড়দের বিশ্রাম দেয়ার ব্যাপারে বিসিবিকে আরও ভাবতে হবে বলেও জানিয়েছেন সাকিব-তামিমদের এই গুরু। খেলোয়াড়দের শতভাগ পেতে হলে তাদের যত্ন নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
"আমাদের হয়তো এখন সময় এসেছে, আমরা আমাদের প্লেয়ারদের কিভাবে খেলাব, বিশ্রাম দিব। এই জিনিস গুলো এখন সবাইকে ভাবতে হবে, বিশেষ করে প্লেয়ারদের। যখন আমি খেলছি না তখন আমি কি করছি। ওদেরকে একটা রুটিনের মধ্যে আসতেই হবে, যদি ক্যারিয়ার লম্বা করতে চায়। প্রতিটা সিরিজ, ম্যাচে যদি শতভাগ দিতে চায়, তাহলে সবাইকে খুব যত্নসহকারে পরিচর্যা করতে হবে।"