আমরা সবসময় নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করিঃ মুশফিক

ছবি: মাশরাফি ও মুশফিক

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ১৪৪ রানের দারুণ ইনিংস খেলেছেন। তার এই ইনিংসের সুবাদে বাংলাদেশ দল ১২৭ রানের বড় জয় পেয়েছে। মুশফিক জানিয়েছেন প্রতিটি ম্যাচেই তারা দলের জন্য সেরাটা দিতে প্রতিজ্ঞাবদ্ধ থাকেন।
"আমরা সবসময় আমাদের দলের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ, যেহেতু আমরা এই ম্যাচে জিতেছি তাই এটা নজরে এসেছে। যে ম্যাচে আমরা পরাজিত হই সেই ম্যাচেও আমরা একই ধরণের অবদান রাখার চেষ্টা করি।"

লঙ্কানদের বিপক্ষে ম্যাচে পাঁজরের চোট নিয়েই অতিমানবীয় এই ইনিংস খেলেছেন। শেষ দিকে ইনজুরি আক্রান্ত তামিমকে নিয়ে ৩২ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন। মুশফিক জানিয়েছেন তিনি তামিমের জন্য বিশেষ কিছু করতে চেয়েছিলেন।
"আমার পাঁজরের মধ্যে একটি ফাটল আছে এবং কিছুটা ব্যাথা ছিল কিন্তু তামিম যখন ব্যাটিংয়ে ফিরল এটা অবিশ্বাস্য ছিল। কারণ তার চোট ছিল এবং সে ব্যাট করেছে এক হাতে। আমি জানতাম তার জন্য আমার বিশেষ কিছু করতে হবে।"
অনেক সময় দল ব্যর্থ হয় তবে নিজেদের জায়গা নিয়ে সবসময় টাইগার ক্রিকেটাররা সেরাটা দেয়ার আপ্রাণ চেষ্টা করেন। এটাকে নিজেদের দায়িত্ব বলেই মনে করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
"আমরা সবসময় চেষ্টা করি নিজেদের সেরাটা দেয়ার। কারণ এটা আমাদের দায়িত্ব। কখনো কখনো আমরা ব্যর্থ হই এবং কিছু সময়ে আমরা হেরে যাই।"