promotional_ad

ভারত-পাকিস্তানকেও বিদায় করে দিতে পারে বাংলাদেশঃ সাইমন

বাংলাদেশ দল
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এশিয়া কাপের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৭ রানের জয় দিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ দল। এই জয়ের পর ক্রিকেট বিশ্বের বিশ্লেষকরা প্রশংসায় ভাসাচ্ছে বাংলাদেশ দলকে।


তাদেরই একজন জনপ্রিয় ধারাভাষ্যকার ও সাবেক কিউই ক্রিকেটার সাইমন ডুল। তিনি মনে করেন এশিয়া কাপ থেকে ভারত-পাকিস্তানের মধ্যে থেকে যেকোনো এক দলকে বিদায় করে দেয়ার সামর্থ্য রাখে বাংলাদেশ দল।


promotional_ad

"আমি মনে করি এই টুর্নামেন্টে দুই ফেভারিট ভারত ও পাকিস্তানের যে কোন একজনকে বিদায় করে দেয়ার সামর্থ্য মাশরাফিদের আছে।"


চলতি এশিয়া কাপে বাংলাদেশ খেলছে এ গ্রুপে। তাদের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আর বি গ্রুপের হয়ে খেলছে ভারত, পাকিস্তান ও হংকং। বাংলাদেশ সুপার ফোরে জায়গা করে নিতে পারলেই ভারত পাকিস্তানের বিপক্ষে খেলার সুযোগ পাবে।


এদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের আগেই ক্রিকবাজের এক ব্লগে বাংলাদেশের হয়ে গলা ফাটিয়েছিলেন এই সাবেক নিউজিল্যান্ড তারকা। ফলে বাংলাদেশের এই জয় তার কাছে অপ্রত্যাশিত নয়।


তবে শ্রীলঙ্কার পারফর্মেন্স তাকে হতাশ করেছে। বিশেষ করে ম্যাচের হাল ছেড়ে দেয়াটা কোনো ভাবেই পছন্দ করতে পারেননি তিনি। শ্রীলঙ্কা তাদের অধারাবাহিক পারফর্মেন্স ধরে রেখেছে বলেও মন্তব্য করেছেন তিনি।


"আমরা ম্যাচ শুরুর আগেই বলেছিলাম বাংলাদেশ এই টুর্নামেন্টের সেরা দল। আমি বাংলাদেশের জয়ে অবাক হই নি। তবে শ্রীলঙ্কার এমন হাল ছেড়ে দেয়া পারফর্মেন্সে হতাশ হয়েছি। তাঁরা তাদের সাম্প্রতিক অধারাবাহিক ফর্ম ধরে রেখেছে।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball