promotional_ad

চার জেলা নিয়ে পরিকল্পনা বিসিবির

বাংলাদেশ ক্রিকেট বোর্ড
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বেশ কিছুদিন থেকেই রিজিওনাল ক্রিকেট অ্যাকাডেমি গঠন করা নিয়ে চলে আসছে নানা জল্পনা কল্পনা। দেশের চারটি অঞ্চল চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং রংপুরে এই অ্যাকাডেমি গড়ার কথা জানিয়েছিল ক্রিকেট বোর্ড।


যদিও শেষ পর্যন্ত সেই উদ্যোগ এখন পর্যন্ত নেয়া হয়নি। তবে এই ব্যাপারে কিছুটা আশার আলো দেখিয়েছেন বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি জানিয়েছেন আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই নাকি রিজিওনাল ক্রিকেট অ্যাকাডেমি গঠন করার জন্য কাজ হাতে নিতে যাচ্ছে বোর্ড,


'আপনারা জানেন যে চারটি জায়গায় আমরা রিজিওনাল ক্রিকেট শুরু করতে যাচ্ছি। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই আমরা এই চারটি জায়গা চিটাগাং, সিলেট, রাজশাহী এবং রংপুরে অ্যাকাডেমিক কাজ শুরু করব,' বলেন তিনি।



promotional_ad

দেশের এই চার জেলায় এইচপি এবং বোর্ডের অধীনে কাজ করা অভিজ্ঞ কোচেরাই তরুণ ক্রিকেটারদের ট্রেনিং করাবেন বলে নিশ্চিত করেছেন নাদেল। পাশাপাশি সেই জেলাগুলোতে ট্যালেন্ট হান্টেরও আয়োজন করা হবে উল্লেখ করে এই বোর্ড পরিচালক বলেছেন,   


'আমরা ট্রেনিংয়ের জন্য দীর্ঘমেয়াদি ক্যাম্প করব, ট্যালেন্ট হান্ট করব। পরবর্তীতে তাঁদেরকে আমাদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের মধ্যে নিয়ে আসবো। আমাদের এইচপি এবং জেলা বিভাগে যারা কোচ রয়েছেন ক্রিকেট বোর্ডের তাঁরা এই ক্যাম্পগুলো চালাবে। এই কাজগুলো আমরা আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু করতে পারবো আশা করি।'


এক অঞ্চলের সাথে আরেক অঞ্চলের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার যে পরিকল্পনা রয়েছে সেটিও নিশ্চিত করেছেন নাদেল। জানিয়েছেন তেমনটি করতে পারলে শুধু ঢাকার মিরপুর থেকেউ নয়, বরং অন্যান্য অঞ্চলের তৃণমূল পর্যায় থেকেও অনেক প্রতিভাবান ক্রিকেটারই উঠে আসতে পারবে। নাদেলের ভাষ্যমতে, 


'ক্রিকেট বোর্ড দীর্ঘ দিন থেকেই যেটি চাচ্ছে যে ক্রিকেটকে তৃণমূল পর্যায়ে বিকেন্দ্রীকরণ করার জন্য। আজকে হয়তো মিরপুর থেকে সারা বাংলাদেশে উন্নয়নের জন্য কাজ করা হচ্ছে। আমরা যদি রিজিওনাল ক্রিকেট করতে পারি তাহলে হয়ত প্রত্যেক জায়গা থেকেই উন্নয়ন সম্ভব।'



এক্ষেত্রে দেশের প্রত্যেক অঞ্চলেই একটি করে মিনি ক্রিকেট বোর্ড বসানোর পরিকল্পনা রয়েছে বিসিবির বলে জানিয়েছেন এই বোর্ড পরিচালক। তেমনটি করতে পারলে প্রত্যেক জেলার ক্রিকেট কাঠামোর উন্নয়ন সম্ভব উল্লেখ করে নাদেল বলেন,   


'আমাদের মূল লক্ষ্য হল প্রত্যেকটি জায়গায় যেন একটি করে মিনি ক্রিকেট বোর্ডের আদলে সেট আপ করে নিতে পারি। তাহলে দেখা যাবে যে হয়তো একটি জেলার সুবিধার জন্য কিছু প্রয়োজন। তাদের ট্রেনিং পারে, অবকাঠামো হতে পারে। আর সেই কারণে সেই রিজিওনে বসে সিদ্ধান্ত নিয়ে তাদের সেই সহযোগিতা করা যাবে।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball