মাত্র ২৮ রানের অপেক্ষা মুশফিকের

ছবি: মুশফিক-সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অবিশ্বাস্য একটি ইনিংস খেলে এরই মধ্যে আরব আমিরাত তথা পুরো ক্রিকেট বিশ্বেরই মন জয় করে নিয়েছেন টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়ে বলতে গেলে একাই দলকে টেনেছেন তিনি। তাঁর লড়াকু শতকে ২৬১ রানের বড় পুঁজিও পেয়েছিল বাংলাদেশ।
আর ক্যারিয়ার সেরা ১৪৪ রানের ইনিংসটি খেলার মাধ্যমে তৃতীয় বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলকের খুব কাছে চলে গিয়েছেন মুশফিক।
তামিম এবং সাকিবের পর পাঁচ হাজারি ক্লাবে নাম লেখাতে মুশির প্রয়োজন আর মাত্র ২৮ রান। লঙ্কানদের বিপক্ষে ম্যাচের পর বর্তমানে টাইগার উইকেট রক্ষক ব্যাটসম্যানের রান সংখ্যা ৪৯৭২।

শুধু তাই নয়, মুশফিকের এই ইনিংসটি ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে ২০১২ সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ১৮৩ রানের ইনিংস খেলেছিলেন ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান ভিরাট কোহলি। এখন পর্যন্ত সেটিই এশিয়া কাপের সেরা ব্যক্তিগত স্কোর। কোহলির পরেই এখন অবস্থান মুশফিকের।
ওয়ানডেতে সর্বোচ্চ রান করা টাইগার ব্যাটসম্যানদের তালিকা-
১। তামিম ইকবাল- ১৮৩ ম্যাচে ৬৩০৭ রান (সেরা- ১৫৪)
২। সাকিব আল হাসান- ১৮৯ ম্যাচে ৫৪৩৩ রান- (সেরা- ১৩৪)
৩। মুশফিকুর রহিম- ১৮৮ ম্যাচে ৪৯৭২ (সেরা- ১৪৪)
৪। মোহাম্মদ আশরাফুল- ১৭৫ ম্যাচে ৩৪৬৮ (সেরা- ১০৯)
৫। মাহমুদুল্লাহ রিয়াদ- ১৫৭ ম্যাচে ৩৪৩৮ (সেরা- ১২৮)