মুশফিকের প্রেরণা তামিম

ছবি: মুশফিকুর রহীম

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার বিপক্ষে ১৫০ বল খেলে ১৪৪ রানের লড়াকু ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। তার এই ইনিংসের সুবাদেই জয়ের পুঁজি পায় বাংলাদেশ দল। রানের পরিসংখ্যান দিয়ে মুশফিকের এই ইনিংসের গুরুত্ব বোঝানো অসম্ভব।
ম্যাচের শুরুতেই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়া তামিম, শেষ উইকেটে আবারও মুশফিকের সাথে যোগ দিয়েছেন। একটি বল মোকাবেলা করলেও তামিমের ফেরা মুশফিককে স্কোরটাকে বড় করতে প্রেরণা দিয়েছে। ম্যাচ সেরার পুরষ্কার হাতে এমনটাই জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

"যখন আমি দেখলাম তামিম ব্যাট করতে আসলো তখন আমি জানতাম তার জন্য ও আমার দেশের জন্য কিছু করতে হবে। প্রত্যেক এবং প্রতিটি বলে নজর দেয়া কঠিন ছিল।"
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ দল লঙ্কানদের বিপক্ষে ১৩৭ রানের ব্যবধানে জয় পেয়েছে। দলের জয়ে অবদান রেখেই দারুণ সন্তুষ্ট মুশফিক, "আমি মনে করি গত ১ বছর ধরেই আমি দারুণ খেলিছি, আমি চেয়েছিলাম এই টুর্নামেন্টে বড় রান করতে। আমি আমার দলের জয়ে অবদান রাখতে পেরে দারুণ আনন্দিত।"
দলীয় মাত্র ১ রানে দুই উইকেট চলে যাওয়ার পর তৃতীয় উইকেটে মোহাম্মদ মিথুনকে নিয়ে ১৩১ রানের জুটি গড়েছেন মুশফিক। জুটিতে মিথুনের অবদান ৬৩ রান। ম্যাচ শেষে সঙ্গীকেও প্রশংসায় ভাসিয়েছেন তিনি। এমন উইকেটে ব্যাট করা সহজ এটা জানতেন মুশফিক, সেটারই ফায়দা তুলেছেন বলে জানিয়েছেন এই তারকা।
"পরবর্তি রাউন্ডে জায়গা করে নিতে দুটো খেলাই আমাদের জিততে হবে। মিথুন দারুণ খেলেছে। আমি জানি এখানে ব্যাট করা সহজ এবং আমি আমার সুযোগ নিয়েছি।"