হংকংয়ের অভিষেকে প্রতিপক্ষ পাকিস্তান

ছবি: হংকং ক্রিকেট দল, ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপের মঞ্চ দিয়ে প্রথম বারের মত দেখা হতে যাচ্ছে পাকিস্তান এবং হংকংয়ের। আগামীকাল দুবাইয়ে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় বিকেল ৫.৩০ মিনিটে মুখোমুখি হবে দু'দল। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দল পাকিস্তান এই ম্যাচে নিঃসন্দেহে যোজন,যোজন এগিয়ে থেকেই মাঠে নামবে।
এশিয়া কাপের দু'বারের চ্যাম্পিয়ন পাকিস্তান এবারও শিরোপার অন্যতম দাবীদার। ফখর জামান, ঈমামুল হক, সরফরাজ আহম্মেদ, শোয়েব মালিকদের মত প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যান পাশাপাশি দলটিতে রয়েছে মোহাম্মদ আমির, হাসান আলি, সাদাব খানদের মত ক্ষুরধার বোলিং লাইনআপ।
তাছাড়া ওয়ানডে ফরম্যাটে দুর্দান্ত ফর্মে রয়েছে দলটি। অন্যদিকে প্রথম বারের মত এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে হংকং। বাছাইপর্বে আরব আমিরাত, নেপালের মত দলগুলোকে টপকে তারা জায়গা করে নিয়েছে এশিয়ার এই শ্রেষ্ঠত্ব লড়াইয়ের মূল প্রতিযোগিতায়।

হংকংয়ের এই সাফল্যে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আলোচনায় এসেছেন দলের ওপেনার আনশুমান রথ। নেতৃত্বগুণ আর ব্যাট হাতে নজরকাড়া পারফর্ম করা এই উইকেটরক্ষক ব্যাটসম্যান কাউন্টি ক্রিকেটে মিডেলসেক্সের দ্বিতীয় সারির দলের হয়ে খেলে থাকেন।
তাই পাকিস্তানের বিপক্ষ ম্যাচে এই ব্যাটসম্যানের দিকে আলাদা ভাবে নজর থাকবে ক্রিকেট প্রেমীদের। এখন দেখার বিষয় পাকিস্তানের বিপক্ষে কতটা লড়াই করে ক্রিকেটের নতুন সম্ভাবনীয় দলটি।
এক নজরে দেখে নেওয়া যাক দু'দলের পূর্ণাঙ্গ স্কোয়াডঃ
হংকংঃ
অংশুমান রাঠ (অধিনায়ক), আইজাজ খান, বাবর হায়াৎ, ক্যামেরন ম্যাকাউলসন, ক্রিস্টোফার কার্টার, ইহসান খান, ইহসান নওয়াজ, আরশাদ মোহাম্মদ, কিঞ্চিৎ শাহ, নাদিম আহমদ, নিজাকাত খান, রাগ কাপুর, স্কট ম্যাকিচনি, তানভীর আহমেদ, তানবীর আফজাল, ওয়াকাস খান, আফতাব হুসাইন।
পাকিস্তানঃ
ফখর জামান, ইমাম-উল-হক, শান মাসুদ, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), হারিস সোহেল, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাদাব খান, মোহাম্মদ আমির, হাসান আলি, জুনাইদ খান, উসমান খান, শাহিন শাহ আফ্রিদি।