বাংলাদেশের বিপক্ষে খেলাই আফগানদের সার্থকতা

ছবি: আসগর ও শাহজাদ

|| ডেস্ক রিপোর্ট ||
শনিবার থেকে শুরু হওয়া এশিয়া কাপের আসরে এ গ্রুপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গী আফগানিস্তান ক্রিকেট দল। আর বি গ্রুপে ভারত পাকিস্তানের বিপক্ষে খেলবে হংকং।
দুটি দলই বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারত, পাকিস্তানের মতো বড় দলগুলোর বিপক্ষে খেলতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছে। এশিয়া কাপের আগে সংবাদ সম্মেলনে দুই দলের অধিনায়কের কথায় তাই ফুটে উঠেছে।

আফগানিস্তানের অধিনায়ক আসগর স্ট্যানিকজাই বলেছেন, "বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো দলগুলোর বিপক্ষে খেলার জন্য এটি একটি দারুণ সুযোগ।"
তিনি বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারাকে দারুণ সুযোগ হিসেবেই ভাবছেন। তাছাড়া, এশিয়া কাপে তার দল নিজেদের সেরাটা দেয়ার জন্যই এসেছে বলে জানিয়েছেন আফগান অধিনায়ক।
এদিকে, এশিয়া কাপের বাছাই পর্ব খেলে মূল পর্বে জায়গা করে নিয়েছে হংকং ক্রিকেট দল। দলটির অধিনায়ক অংশুমান রাথ জানিয়েছেন, পাকিস্তান ও ভারতের মতো বড় দলগুলোর মোকাবেলা করতে দারুণ উত্তেজিত তার দল। তাদের বিপক্ষে খেলে পূর্ণ সুবিধা অর্জন করে নিতে চান বলেও জানিয়েছেন তিনি।
"আমরা বড় দলগুলোর বিপক্ষে খেলতে দারুণ উত্তেজিত এবং আমরা এর পূর্ণ সুবিধা নিতে চাই।"