পাকিস্তানের সাম্প্রতিক ফর্ম ভাবাচ্ছে রোহিতকে

ছবি: রোহিত শর্মা

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই অন্যরকম রোমাঞ্চ, অন্যরকম উত্তেজনা। এশিয়া কাপেও এই দুই দলের মুখোমুখি হওয়াকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে ক্রিকেট বিশ্বে।
১৯ সেপ্টেম্বর দুবাইয়ে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। নিজেদের লড়াইয়ে নামার আগে পাকিস্তানকে সমীহই করছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তবে ভাবাচ্ছে পাকিস্তানের গত কিছুদিনের ফর্ম। অন্য দলগুলোকেও হালকা করে নিচ্ছেন না তিনি।

"পাকিস্তানের বিপক্ষে খেলা সবসময়ই উত্তেজনাপূর্ণ। তারা ভালো একটি দল। তারা বেশ কিছু দিন থেকেই ভালো খেলছে। আমরা তাদের বিপক্ষে লড়াইয়ের দিকে নজর দিচ্ছি। কিন্তু এখানে আরও দল আছে যারা শিরোপার জন্য খেলছে।"
শুধু পাকিস্তানের বিপক্ষে ম্যাচেই নয় পুরো টুর্নামেন্টের দিকেই নজর ভারতীয় অধিনায়কের। এর ব্যাখ্যাও দিয়েছেন রোহিত শর্মা। তিনি জানিয়েছেন এই টুর্নামেন্টের প্রতিটি দলই শিরোপার জন্য লড়বে।
"এখানে যে খেলাগুলো হবে সেগুলো বেশ প্রতিযোগিতামূলক হবে। পুরো টুর্নামেন্টের উপর নজর দিতে হবে। কারণ এখানে সবাই শিরোপার জন্য লড়বে।"
এশিয়া কাপের আয়োজক আরব আমিরাত। এখানকার আবহাওয়া সব দলগুলোরই চিন্তার কারণ। তবে আবহাওয়া নিয়ে খুব একটা ভাবছেন না ভারতীয় দলপতি। তার দল এই অবস্থার সাথে অভ্যস্ত বলেই বিশ্বাস তার।
"আবহাওয়া নিশ্চিত অনুকূলে নয়। ঠিক এই কারণেই আমরা এখানে একটু আগে আসতে চাইছিলাম। যদিও আমরা এই অবস্থায় অভ্যস্ত।"