আকাশ চোপড়ার 'টপ ক্লাস অধিনায়ক' মাশরাফি

ছবি: মাশরাফি বিন মর্তুজা

|| ডেস্ক রিপোর্ট ||
শনিবার পর্দা উঠছে এশিয়া কাপের আসরের। এই টুর্নামেন্টকে সামনে রেখে ক্রিক বাজের ব্লগে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে 'টপ ক্লাস অধিনায়ক' এর তকমা দিয়েছেন জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া।
তিনি বলেছেন, "মাশরাফি বিন মর্তুজা আমার সবচেয়ে পছন্দের বাংলাদেশ অধিনায়ক। তার মতো অধিনায়ক আমি আজ পর্যন্ত দেখিনি। তার বোলিং নিয়ে কিছুটা সন্দেহ থাকলেও। অধিনায়ক হিসেবে সে টপক্লাস এবং সেরা।"

এশিয়া কাপের ধারাবাহিক আয়োজনে শুক্রবার বাংলাদেশ দলের প্রিভিউয়ে মাশরাফির সাথে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকেও প্রশংসায় ভাসিয়েছেন তিনি। বলেছেন, "মাশরাফিকে যদি বলি সেরা অধিনায়ক। তাহলে সাকিব আল হাসানকে বলবো সেরা প্লেয়ার বাংলাদেশের।"
এশিয়া কাপে বাংলাদেশ দলের সম্ভাবনার কথা বলতে গিয়ে আকাশ টেনে এনেছেন মুশফিক, লিটন ও তামিমের কথাও। আকাশ চোপড়ার ভাষ্যমতে, "মুশফিকও বড় ভূমিকা রাখবে বাংলাদেশ দলে। লিটনও খুব বেশি পিছিয়ে নেই। তামিম যদি রান করে তাহলে দেখা যায় বাংলাদেশ দলের সব ঠিক হয়ে গেছে।"
এশিয়া কাপে বাংলাদেশ দলকে এগিয়ে রাখার পেছনে আকাশের যুক্তি, অভিজ্ঞতার কারণেই বাংলাদেশ দল সামনে এগিয়ে যাচ্ছে। বড় বড় দলকে হারাচ্ছে। আর এশিয়া কাপের ফরম্যাট পঞ্চাশ ওভারের হওয়ায় বাংলাদেশ আরও ভালো করবে বলে বিশ্বাস তার।
"বাংলাদেশ দল সামনে এগিয়ে যাচ্ছে। বড় বড় দলকে হারাচ্ছে। তারা এমন একটা দল যারা বিশ্বের বড় বড় দলগুলোকে চ্যালেঞ্জ করতে পারে। তারা কিছুদিন আগে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে তারা ধরাশায়ী হয়েছে। সেটা ছিল টি-টুয়েন্টি ক্রিকেট। আফগানিস্তান তাদের সব দিক দিয়ে হারিয়েছিল। এটা ওয়ানডে ক্রিকেট। ওয়ানডেতে আপনার অভিজ্ঞতা লাগবে। ৫০ ওভার আপনাকে খেলে জিততে হবে। আপনি আশা করতেই পারেন অভিজ্ঞ দল পারফর্ম করবে ও তা মাঠে ছড়িয়ে দিতে পারবে।"