উপমহাদেশের ক্রিকেট যুদ্ধে নতুন অধ্যায়ের অপেক্ষা

ছবি: বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপের প্রথম ম্যাচের মধ্য দিয়ে উপমহাদেশের ক্রিকেটের নতুন ক্রিকেট যুদ্ধের আরেকটি অধ্যায় যোগ হতে চলছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হয়ে যাওয়া এই দুই দলের সর্বশেষ দেখায় বাংলাদেশ শেষ হাসি হাসলেও কিছু বিতর্কের দাগ রয়ে গিয়েছিল। তাই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে দুই দলই জয়ের বিকল্প কিছু ভাবছে না। তাঁর উপর গ্রুপে জায়ান্ট কিলার আফগানিস্তানের সাথে দুই দলেরই মোকাবেলা অপেক্ষমাণ। সব মিলিয়ে প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে চাপ মুক্ত হতে চাইবে মাশরাফি ও ম্যাথিউসের দল।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দল টি-টুয়েন্টি ফরম্যাটে শ্রীলঙ্কাকে দুই দফা হারালেও ওয়ানডে ফরম্যাটে চলতি বছরের সবচেয়ে বড় ধাক্কা এই শ্রীলঙ্কার বিপক্ষে সামলাতে হয়েছে।জানুয়ারি মাসে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হাথুরুর শ্রীলঙ্কার বিপক্ষে হারতে হয়েছিল মাশরাফিদের। যদিও এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দল দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে। তারা ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ জিতেছে।
এই দুই সিরিজ জয়ই এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ দলকে অনুপ্রেরণা যোগাচ্ছে। এশিয়া কাপের এবারের আসরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার উদ্বোধনী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৫ টায়। এই ম্যাচে দুই দলই পূর্ণ শক্তির একাদশ নামাবে। দুই দলেই বেশ কিছু ইনজুরি সমস্যা ছিল। বাংলাদেশ দলে বিশেষ করে শঙ্কা ছিল ওপেনার তামিম ইকবাল ও সাকিব আল হাসানের খেলা নিয়ে।
তবে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে দুজনই ম্যাচ খেলের মতো ফিট আছেন। ওপেনিংয়ে তামিমের সাথে দেখা যেতে পারে ওয়েস্ট ইন্ডিজ সফরে দারুণ খেলা লিটন দাসকে। আর ওয়ান ডাউনে অভিজ্ঞ সাকিব আল হাসান। সাত ও আট নম্বরের জন্য বাংলাদেশের হাতে অনেক অপশন। তবে, লঙ্কানদের বিপক্ষে ব্যাটসম্যান মোহাম্মদ মিথুনকেই দেখা যেতে পারে ৭ নম্বরে আর ৮ নম্বরে অধিনায়ক মাশরাফি।
বোলিং আক্রমণে মাশরাফির সাথে থাকতে পারেন দুই পেসার মুস্তাফিজুর আর রুবেল হোসেন। অন্যদিকে অলরাউন্ডার সাকিব আল হাসানকে স্পিন বোলিংয়ে সঙ্গ দিতে পারেন মেহেদী হাসান মিরাজ। আর লঙ্কান দলে নেই আকিলা ধনঞ্জয়া। তিনি তার সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে দলের বাইরে চলে গেছেন। তার বদলে ডাকা হয়েছে দিলরুয়ান পেরেরাকে।

তাছাড়া নিরোশান ডিকওয়েলা ও শিহান জয়সুরিয়াও লঙ্কান দলে ডাক পেয়েছেন। তবে দলে সবথেকে বড় চমক বোধ হয় পেসার লাসিথ মালিঙ্গা। দীর্ঘ দিন পরে জাতীয় দলের জার্সি গায়ে ফিরেছেন তিনি। এশিয়া কাপের আসরে লঙ্কান দলের পেস অ্যাটাক তারই সামলানোর কথা।
ভেন্যুঃ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম।
পিচ ও কন্ডিশনঃ গত বছর এই মাঠে ৫ টি ম্যাচ মাঠে গড়িয়েছে। এর মধ্যে ৪ টি ম্যাচেই জয় পেয়েছে পরে ব্যাট করা দল। এখানে রান তাড়া করতে নেমেও হেরেছে একমাত্র শ্রীলঙ্কা। ফলে, এই ম্যাচে পরিসংখ্যান সঙ্গী হচ্ছে না লঙ্কানদের।
দুবাইয়ের আবহাওয়া নিয়ে চিন্তিত এশিয়া কাপে অংশ নেয়া প্রায় প্রতিটি দল। দলগুলোর কথা চিন্তা করে এশিয়া কাপের ম্যাচের সময়ে পরিবর্তন করা হয়েছে। সবগুলো ম্যাচ হবে দিবা রাত্রির। এখানে ম্যাচের সময় তাপমাত্রা ৩০ সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।
নজর থাকবে যাদের উপরঃ
তামিম ইকবাল (বাংলাদেশ): ২০১৮ সালে ওয়ানডেতে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তিনি। ৮৯.৮৩ গড়ে ৫৩৯ রান করেছেন তিনি। লঙ্কানদের বিপক্ষে তার দিকেই তাকিয়ে থাকবে টাইগাররা। তার ব্যাটে দারুণ শুরুই ম্যাচের পরিস্থিতি বদলে দিতে পারে। তামিমের রান পাওয়া ৭০ শতাংশ ম্যাচেই বাংলাদেশ দল জিতেছে।
মাশরাফি বিন মর্তুজা (বাংলাদেশ): বাংলাদেশ দলের পেস বোলিং অ্যাটাক সামলাবেন তিনিই। শুরুর দিকে বিপক্ষ দলের উইকেট নিয়ে চাপে ফেলতে তিনি বেশ পটু। তাছাড়া প্রতিপক্ষ দলের রানের চাকা আটকে রাখতে নিয়মিতই ভূমিকা রাখেন তিনি। লঙ্কানদের বিপক্ষেও সেই গুরু দায়িত্ব পালন করবেন তিনি।
অ্যাঞ্জেলো ম্যাথিউস (শ্রীলঙ্কা): দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ব্যাটে বলে দারুণ পারফর্মেন্স করেছেন এই অলরাউন্ডার। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ নির্ধারনী ম্যাচে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এশিয়া কাপের প্রথম ম্যাচেও সেই ধারা অব্যহত রাখতে চাইবেন তিনি।
সম্ভাব্য একাদশঃ
বাংলাদেশঃ তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিথুন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কাঃ নিরোশান ডিকওয়েলা, উপুল থারাঙ্গা, কুশাল পেরেরা, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমল, লাসিথ মালিঙ্গা।