শ্রীলংকার বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ
ছবি: প্রস্তুতি ক্যাম্পে বাংলাদেশ দল। ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কেমন হতে পারে টাইগারদের একাদশ, তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। কেননা শেষবারের ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে এবারের দলে আছে কিছুটা পরিবর্তন।
দলে ওপেনার রয়েছেন লিটন দাস, তিনি গত সিরিজে এনামুল হক বিজয়ের কারণে সুযোগই পাননি। এছাড়া এবারের দলে আছেন মোহাম্মদ মিথুন, যিনি মূলত ওপেনার; কিন্তু সেট আপ অনুযায়ী দল তাকে নামাতে পারে ছয় নম্বরে।
গত সিরিজে দলের এই পজিশন সামলানো সাব্বির রহমান এবার আর নেই। এজন্যই ছয় নম্বরের কাণ্ডারি হতে পারেন মোহাম্মদ মিথুন। আর স্বাভাবিকভাবেই তরুণ নাজমুল হোসেন শান্ত থেকে তিনি এগিয়ে।

ওপেনিংয়ে তামিম ইকবাল থাকছেন অটো চয়েসের মতোই, সাথে সঙ্গ দিবেন লিটন। তিনে পরীক্ষিত সাকিব আল হাসানেই ভরসা করবে দল, চারে আর পাঁচে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ।
এরপরে ছয় নম্বরে নামবেন মোহাম্মদ মিথুন। টেল এন্ডারে আরিফুল হকের চেয়ে ব্যাটিং দক্ষতার কারণে বেশি আস্থাবান মোসাদ্দেক হোসেন সৈকত। এরপরে বোলিং লাইনআপে তিনটি নাম অটো চয়েস।
অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গে থাকবেন মুস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন। তবে একটি জায়গা নিয়ে প্রশ্ন থাকছেই। স্পিনার কে খেলবেন? নাজমুল ইসলাম অপু নাকি মেহেদী হাসান মিরাজ?
জানা গেছে, প্রতিপক্ষ দলে যদি বাঁহাতি ব্যাটসম্যান বেশি থাকে তাহলে গেমপ্ল্যান অনুযায়ী ডানহাতি অফস্পিনার মেহেদী হাসান মিরাজেরই খেলার কথা।
বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশঃ- তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন।