promotional_ad

দেড় বছর ঘরের বাইরে রশিদ খান!

রশিদ খান
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বর্তমান ক্রিকেট বিশ্বের সবথেকে ব্যস্ত ক্রিকেটার কে? এই প্রশ্নটি কোন ক্রিকেট প্রেমীকে করা হলে নির্দ্বিধায় তিনি হয়তো আফগান রশিদ খানের কথাই বলবেন।কারণ প্রায় সারা বছরই কোন না কোন ক্রিকেট লীগে দেখা যায় এই লেগিকে।


কখনও আইপিএল, কখনও বিপিএল, আবার কখনও বিগ ব্যাশে বল হাতে নিজের ঘূর্ণি যাদুর প্রদর্শনী দেখিয়ে যাচ্ছেন ১৯ বছর বয়সী রশিদ। এক্ষেত্রে বলা চলে অনেকটা ক্যারিবিয়ান ব্যাটিং ঝড় ক্রিস গেইলেরই পথ অবলম্বন করছেন তিনি। 


টি টুয়েন্টির ফেরিওয়ালা খ্যাত গেইল যেমন পুরো বছর জুড়েই ক্রিকেটের সাথে সম্পৃক্ত থাকেন রশিদ খানও তেমনি ক্রিকেটকে বানিয়ে ফেলেছেন নিজের ধ্যান জ্ঞান। কিন্তু বছরের পর বছর ক্রিকেটপ্রেমীদের আমোদিত করা এই ক্রিকেটারের জীবনটি যে কতটা কষ্টের সেটি আমাদের অনেকেই হয়ত জানেন না।  



promotional_ad

আফগানিস্তানের নঙ্গরহারে জন্ম নেয়া রশিদ খান দীর্ঘ সাড়ে পাঁচশত দিন ধরে নিজ দেশে ফেরেননি। বলা যায় অনেকটা জিপসিদের মতোই বিদেশের মাটিতে খেলে যাচ্ছেন তিনি। শুধু তাই নয়, নিজের পরিবারের সাথেও এই সময়ের মধ্যে দেখা হয়নি তাঁর। 


পরিবার ছাড়া বিদেশ বিভূঁইয়ে দিনের পর দিন খেলে যাওয়া মোটেও চাট্টিখানি কথা নয় অবশ্যই। অথচ এই ১৯ বছর বয়সে এসেই সেটি করে যাচ্ছেন রশিদ খান। গালফ নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তাঁর নিজের মুখেই শোনা যাক সেই কথা-   


'আপনি ঠিকই শুনেছেন। আমি নঙ্গরহারে অবস্থিত আমার নিজের মাতৃভূমিতে ফিরিনি ৫৫০ দিন ধরে। এমনকি আমি এই সময়ের মধ্যে আমার পরিবারের সাথেও সাক্ষাৎ করিনি,' ব্যক্ত করেছেন আফগান এই লেগি।   


এখন অনেকেই হয়ত বলবেন অর্থের পেছনে ছোটার কারণেই দেশে পরিবারের কাছে যেতে ইচ্ছুক নন রশিদ খান। কিন্তু আদতে বিষয়টি পুরোপুরি ভিন্ন। মূলত যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের রাজনৈতিক অবস্থা অনুকূলে না থাকার কারণেই সেখানে যাচ্ছেন না তিনি। তবে নিজ মাতৃভূমিতে ফেরার ইচ্ছা যে করে না রশিদের এমনটিও নয়। দেশের জন্য সর্বদা মন কাঁদে তাঁর। নিজের মুখেই সেই কথা স্বীকার করলেন রশিদ,  



'আমি সর্বদা যেতে চাই, কিন্তু আমার এলাকার রাজনৈতিক পরিস্থিতি একেবারেই ভাল নয়, সুতরাং এটি আমাকে বিবেচনা করতে হয়। তার ওপর আমি অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ খেলি, এছাড়াও জাতীয় দলের হয়ে খেলা থাকে, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ, বাংলাদেশ সিরিজ এবং আরও অনেক টুর্নামেন্ট থাকে।'   


৫৫০ দিন ধরে পরিবারের কারও সাথে সাক্ষাৎ না করার অনুভূতি কিরূপ হতে পারে সেটি ভালোভাবেই অনুধাবন করেছেন রশিদ খান। দেশের জন্য নিজেকে ক্রিকেট মাঠে বিলিয়ে দিতে কার্পণ্য না করা এই ক্রিকেটার ক্রিকেট বিশ্বে যে অনন্য নজীর রেখে যাচ্ছেন প্রতিনিয়ত তা অন্তত কলমের কালিতে লিখে বোঝানো দুঃসাধ্য।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball