promotional_ad

অস্ট্রেলিয়া 'অভদ্র' দল

ডেভিড ওয়ার্নার এবং স্টীভ স্মিথ, ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বল টেম্পারিং কাণ্ডে নিষিদ্ধ হওয়া তিন অজি ক্রিকেটারের জন্য কোন প্রকার সমবেদনা নেই ইংলিশ অলরাউন্ডার মইন আলির। উল্টো জানিয়েছেন, অস্ট্রেলিয়ানদের বিপক্ষে খেলতে অপছন্দ করেন তিনি। 


ক্রিকেটের জন্মলগ্ন থেকেই ইংল্যান্ডের একমাত্র প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া। তবে মইনের অজিদের অপছন্দের কারণ তাদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা নয়। অজিদের আগ্রাসী মনোভাব এবং মাঠের স্লেজিং। এছাড়াও মইন মনে করেন, অস্ট্রেলিয়ানরা খেলোয়াড়দের সম্মান করতে জানে না।


promotional_ad

'তারাই একমাত্র দল যাদের বিপক্ষে খেলতে আমি অপছন্দ করি। এটা এই কারণে নয় যে অস্ট্রেলিয়া আমাদের পুরনো প্রতিদ্বন্দ্বী। কারণ তাঁরা খেলোয়াড়দের সম্মান করতে জানে না। আমি এমন একটা মানুষ যে সবার দুঃসময়ে দুঃখিত হই। কিন্তু ওদের জন্য দুঃখিত হতে পারছি না।'; বলেছিলেন টাইমস পত্রিকায়।


অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৫ সালে প্রথম খেলেছিলেন মইন আলি। সেখানেও অভদ্র অস্ট্রেলিয়াকে দেখেছিলেন তিনি। সেই সময়টি অনেক কঠিন ছিল তাঁর জন্য। তবে সে সময় ভালো করে বুঝতে পারেননি অজিদের।


কিন্তু ২০১৫ অ্যাশেজে অজিদের নিয়ে সন্দেহ দূর হয়ে গিয়েছিল মইনের। জানিয়েছেন, সেখানেই অজিদের আসল রূপ দেখেছিলেন তিনি। বলেছেন, সেবার অস্ট্রেলিয়া দল ভয়ঙ্কর ছিল না, ছিল অভদ্র।


'২০১৫ বিশ্বকাপের পূর্বে সিডনীতে ওদের বিপক্ষে প্রথম খেলেছিলাম। তাঁরা শুধু আপনার জন্য কঠিন ছিল না, তাঁরা এক পর্যায়ে আপনাকে অপব্যাবহার করতে শুরু করবে। তখনই এই বিষয়টি আমাকে আঘাত করেছিল। আমি তাদেরকে নিয়ে দ্বিধায় ছিলাম।


'কিন্তু আমি যতবারই ওদের বিপক্ষে খেলেছি ওদেরকে খারাপই দেখেছি। ২০১৫ অ্যাশেজে ওরা খুব বেশিই খারাপ ছিল। ওরা ভয়ঙ্কর না, এক কথায় অভদ্র।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball