promotional_ad

ফের পাকিস্তানের কাছে হারুক বাংলাদেশঃ শোয়েব

ছবিঃ ক্রিকইনফো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এশিয়া কাপ শুরুর ঠিক একদিন আগে বাংলাদেশকে কটাক্ষ করে কথা বলেছেন পাকিস্তানের মিডেল অর্ডার ব্যাটসম্যান শোয়েব মাকসুদ। সম্প্রতি ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় এমন বেফাঁস মন্তব্য করেন তিনি। 


ভিডিও বার্তায় মাকসুদ বাংলাদেশকে পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়ার উপদেশ দিয়েছেন। তাঁর মতে প্রত্যেক এশিয়া কাপেই বাংলাদেশ পাকিস্তানের কাছে হেরে যায়। তাই এবারও হারবে বলে আশাবাদী তিনি। মাকসুদ বলেন,


promotional_ad

'প্রত্যেক এশিয়া কাপেই বাংলাদেশ পাকিস্তানের কাছে হেরে যায়, এবারও চাই তাঁরা পাকিস্তানের কাছে হারুক।'


মাকসুদ হয়তো ঠাট্টা করেই এমন মন্তব্য করেছিলেন কিন্তু হয়তো তিনি ভুলে গিয়েছেন ২০১৬ সালের এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়েই দ্বিতীয় বারের মত এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ।


সেই সঙ্গে ২০১৪ সালের এশিয়া কাপে অল্পের জন্য বাংলাদেশের কাছে পরাজিত হওয়া থেকে বেঁচে যায় পাকিস্তান দল। অবশ্য সেবার পাকিস্তান দলের স্কোয়াডে ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান।


দলের পক্ষে সেদিন মাত্র ২ রান করতে সক্ষম হয়েছিলেন তিনি। এছাড়া ২০১২ সালের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে একদম জয়ের খুব কাছ থেকে ফিরে আসতে হয়েছিল মাশরাফি-সাকিবদের।


বিগত ৩ এশিয়া কাপের পারফর্মেন্স না দেখেই হয়তো এমন মন্তব্য করেছেন পাকিস্তানের এই ব্যাটসম্যান। বাংলাদেশ দল যদিও তাঁর এই কথার জবাব মাঠেই দিতে চাইবে। গ্রুপ পর্বে বাংলাদেশ-পাকিস্তান এক সঙ্গে না খেললেও সুপার ফোরে দু'দলের লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball