promotional_ad

আরেকটি দুঃসংবাদ লঙ্কান শিবিরে

শ্রীলঙ্কা ক্রিকেট দল
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ে মাঠে নামার আগে বেশ বড় ধরণের ধাক্কাই খেতে হয়েছে শ্রীলঙ্??া ক্রিকেট দলকে। কারণ দীনেশ চান্দিমালের পর এবার দ্বিতীয় লঙ্কান ব্যাটসম্যান হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে হল দানুস্কা গুনাথিলাকাকেও। 


এদিকে পিঠের ইনজুরির কারণে এশিয়া কাপ শেষ হয়ে যাওয়া গুনাথিলাকার পরিবর্তে দলে যায়গা পেয়েছেন ব্যাটিং অলরাউন্ডার শিহান জয়সুরিয়া। এই নিয়ে দ্বিতীয় বারের মতো ৫০ ওভারের ম্যাচ থেকে ছিটকে পড়তে হল ২৭ বছর বয়সী অলরাউন্ডার গুনাথিলাকাকে।



promotional_ad

এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে স্লেজিং করার দায়ে ওয়ানডে সিরিজে নিষিদ্ধ হয়েছিলেন বর্তমানে দারুণ ফর্মে থাকা এই ক্রিকেটার। শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট এসএলসি টি টুয়েন্টিতে সম্প্রতি ব্যাট হাতে ঝড় তুলেছিলেন গুনাথিলাকা। 


টুর্নামেন্টে ৩৫.২৮ গড়ে মোট ২৪৭ রান সংগ্রহ করেছিলেন তিনি। যেখানে তাঁর স্ট্রাইক রেট ছিল প্রায় ১২০ এর কাছে। তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবেও টুর্নামেন্টটি শেষ করেছিলেন তিনি। সুতরাং এশিয়া কাপ থেকে ছিটকে পড়া তাঁর জন্য দুর্ভাগ্যই বলতে হবে।


এদিকে গুনাথিলাকার পরিবর্তে দলে জায়গা পাওয়া জয়সুরিয়া গত দক্ষিণ আফ্রিকা সিরিজে খুব ভাল পারফর্ম করতে পারেননি। 'এ' দলের নিয়মিত ক্রিকেটার হলেও আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি ম্যাচ খেলা হয়নি তাঁর।



২০১৫ সালে ওয়ানডে অভিষেক হলেও এখন পর্যন্ত মাত্র ৮টি ম্যাচ খেলেছেন তিনি। আর এই ৮ ম্যাচে বলার মত তেমন কোন ইনিংস নেই তাঁর। তবে এবার এশিয়া কাপ দিয়ে নিজেকে প্রমাণের সুযোগ এসেছে তাঁর সামনে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball