promotional_ad

হাথুরুর বিরুদ্ধে প্রতিশোধ স্পৃহা নেই তামিমের

তামিম ইকবাল
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ দল মোকাবেলা করবে শ্রীলঙ্কা ক্রিকেট দলের। শ্রীলঙ্কা দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন বাংলাদেশের সাবেক কোচ চান্ডিকা হাথুরুসিংহে।


শ্রীলঙ্কার দায়িত্ব নিয়েই চলতি বছরের শুরুতে বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ, টেস্ট সিরিজ ও টি-টুয়েন্টি সিরিজে টাইগারদের হারিয়েছিলেন হাথুরুসিংহে। তাই এশিয়া কাপে শ্রীলঙ্কা আবারও বাংলাদেশের মুখোমুখি হওয়ায় সামনে চলে আসছে প্রতিশোধের বিষয়টিও।


সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল জানিয়েছেন সাবেক কোচের বিপক্ষে জয় পেতে মুখিয়ে আছে বাংলাদেশ দল। তবে তাদের বিপক্ষে ভালো মানসিকতার সাথেই জয় পেতে চায় টাইগাররা। সাবেক কোচের বিরুদ্ধে প্রতিশোধ স্পৃহা নেই বলে জানিয়েছেন তিনি।


promotional_ad

"হ্যা আমরা অবশ্যই সাবেক কোচকে হারাতে চাই। কিন্তু খুব ভালো মানসিকতার সাথে। প্রতিশোধের মাধ্যমে না। যদি আমি তাকে হারানোর ব্যাপারে চিন্তা করি, তবে এটা কাজ করবে না। আমাদের ভালো ক্রিকেট খেলার দিকে নজর দিতে হবে।"


সাবেক কোচ হাথুরুর সাথে ভালো কিছু মুহূর্ত কাটিয়েছেন বলে স্বীকার করেছেন তামিম। তার সাথে কাজ করার সময় অনেক উত্থান পতন ছিল বলে জানিয়েছেন দেশ সেরা এই ওপেনার।


"আমরা তার সাথে ভালো কিছু মুহূর্ত কাটিয়েছি। যখন আপনার একজন কোচ থাকবে, যিনি আপনার সাথে চার-পাঁচ বছর কাটিয়েছেন। এখানে আপনার কিছু আপস এন্ড ডাউন্স থাকবেই।"


বাংলাদেশ দলের জন্য তার অবদান অস্বীকার করা যাবে না বলে মনে করেন তামিম। তার সাথে বাংলাদেশ দলের ক্রিকেটারদের অনেক ভালো একটি সম্পর্ক অটুট রয়েছে বলে বিশ্বাস তামিমের।


"তবে সে দলের জন্য সে যা করেছে এবং দেশের জন্য এ সব কিছুই চমৎকার। আমাদের সবার তার সাথে ভালো একটি সম্পর্ক আছে, কেউ আমাদের দূরে ঠেলে দিতে পারবে না।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball