২০২৩ বিশ্বকাপের ম্যাচ পূর্বাচলে?

ছবি: পূর্বাচল স্টেডিয়ামের প্রস্তাবিত নকশা

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্বপ্নের প্রকল্প পূর্বাচল স্টেডিয়াম। এখানেই ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের বেশ কিছু ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি।
এমনটাই জানিয়েছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহাবুব আনাম। তিনি বলেছেন, "এবছরের মধ্যে যদি আমরা মাঠের জায়গাটা পাই। তবে আমরা মনে করি ২০২১ সালে এটি ব্যবহার যোগ্য হতে পারে। আমাদের আগ্রহ আছে যদি বিশ্বকাপের কিছু খেলা এখানে আয়োজন করা যায়।'
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের সঙ্গেই এই বিশ্ব আসরের আয়োজক হতে চায়। যদিও বিষয়টি এটা এখন পর্যন্ত চিন্তা ভাবনার পর্যায়েই রয়েছে।

এদিকে, বিসিবির গ্রাউন্ডসম্যানদের প্রশিক্ষণ দিতে কদিন আগেই বাংলাদেশ সফর করে গেছেন আইসিসির আইসিসির পিচ বিশেষজ্ঞ অ্যান্ডি অ্যাটকিনসন। তিনি বিসিবিকে পরামর্শ দিয়েছিলেন দেশের স্টেডিয়ামগুলোর পরিচর্যায় আধুনিক যন্ত্রপাতির সাহায্য নেয়ার জন্য।
তবে এখনই অটোমেশন পদ্ধতিতে যেতে চায়না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে, ধাপে ধাপে আধুনিক যন্ত্রপাতি কিনে পরিবর্তনের পরিকল্পনা দেশের এই সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার।
'এবছর আমরা কিছু যন্ত্রপাতি কিনলাম। এরপর আগামী বছর আরও কিছু কিনলাম। আমরা আশা করছি আগামী ৩ বছরে যেন আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি।'
কক্সবাজার স্টেডিয়ামের জলাবদ্ধতা নিয়েও পরিকল্পনা আছে বিসিবির। সঙ্গে বিসিবির স্বপ্নের পূর্বাচল স্টেডিয়ামেও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের পরিকল্পনা রয়েছে দেশের ক্রিকেট কর্তাদের।
মাহাবুব আনাম বলেছেন, "কক্সবাজারে ড্রেনেজ বসিয়ে এরপর মাটি ফেলতে হবে। এই কারণেই আমরা এখন সেটা ভরাট করছি না। ভরাট করলেই আমাদের খরচ দ্বিগুণ হয়ে যাবে। যখন মাঠের কাজে হাত দেয়া হবে তখনই এই কাজগুলো করা হবে। আর পুর্বাচলের মাঠের যে পরিকল্পনা রয়েছে, তাতে আধুনিক সিস্টেমের ড্রেনেজ সিস্টেম ও অন্যান্ন কাজ প্রজেক্টের মধ্যেই থাকবে।"