বধিরদের নিয়ে আয়োজন হচ্ছে ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্ট
ছবি: বাংলাদেশ দলের জার্সি উন্মোচন

|| ডেস্ক রিপোর্ট ||
বধির ক্রিকেটারদের নিয়ে ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছে বাংলাদেশ বধির স্পোর্টস ফাউন্ডেশন। এই টুর্নামেন্টটি মাঠে গড়াবে আগামী ১৪ই সেপ্টেম্বর। চলবে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত।
এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশের সাথে অংশ নিচ্ছে ভারত ও পাকিস্তান। ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে। ডাবল লিগ পদ্ধতিতে ফাইনালসহ মোট ম্যাচ হবে ৭টি।
এই ত্রিদেশীয় সিরিজ প্রসঙ্গে বাংলাদেশ বধির স্পোর্টস ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জাকির হোসেন খান জানিয়েছেন, প্রথম বারের মতো এই টুর্নামেন্ট কোনো স্পন্সর পেয়েছে। ফলে টুর্নামেন্টটি বেশ ভালো ভাবে আয়োজন করা যাবে বলে বিশ্বাস তার।
তিনি বলেছেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলে আসছি। আমাদের দলটি ২০০৫ সালে যাত্রা শুরু করে। দেশে এবং দেশের বাইরে আমরা একাধিক টুর্নামেন্টে অংশগ্রহণ করি। আমাদের সাফল্যও বেশ দারুণ। কিন্তু আমরা এ যাবৎকাল পর্যন্ত কোনো স্পন্সর পায়নি। ওয়ালটন গ্রুপ প্রথম প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ বধির ক্রিকেট দলের পাশে এসে দাঁড়িয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় এবং এজন্য ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ। আশা করছি, ভবিষ্যতেও তারা আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবং বাংলাদেশ বধির ক্রিকেট দলকে অনুপ্রাণিত করবেন।’

এই টুর্নামেন্টের স্পন্সর ওয়ালটন গ্রুপের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেছেন, ‘ওয়ালটন গ্রুপ সব সময় সব ধরনের ক্রীড়ার সঙ্গে যুক্ত হয়। বাংলাদেশ বধির জাতীয় ক্রিকেট দলকে ওয়ালটন গ্রুপ ধন্যবাদ জানাতে চায়। শত বাধা সত্ত্বেও তারা ক্রিকেট খেলছে, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। এজন্য ওয়ালটন গ্রুপ তাদের প্রতি কৃতজ্ঞ। ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে এ টুর্নামেন্ট আয়োজন হচ্ছে। আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করব। আমরা প্রত্যাশা করছি বাংলাদেশই চ্যাম্পিয়ন হবে। আপনারা সফল হলে আমরা নিশ্চয়ই ভবিষ্যতে আপনাদের সঙ্গে থাকব। এটা হচ্ছে করপোরেট স্যোশাল রেসপনসিবিলিটি (সিএসআর)। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। বধিররা সমাজে পিছিয়ে পড়া শ্রেণি। তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব।’
‘যত বড় বড় টুর্নামেন্ট আছে যেমন- এশিয়া কাপ, আইসিসি টুর্নামেন্ট কিংবা দ্বিপাক্ষিক যেসব টুর্নামেন্ট হয়, সেসব টুর্নামেন্টে স্পন্সরের অভাব হয় না। কিন্তু দেশের ঘরোয়া ক্রিকেটে কেউ ফিরে তাকায় না। কোনো স্পন্সর পাওয়া যায় না। অথচ ঘরোয়া ক্রিকেট হচ্ছে ক্রিকেটার গড়ার আসল জায়গা। এটা হচ্ছে পাইপলাইন। ওয়ালটন গ্রুপ এই পাইপলাইন তৈরির কাজটা করে। দেশের ঘরোয়া ক্রিকেটে একমাত্র স্পন্সর ওয়ালটন’ – যোগ করেন উদয় হাকিম।
ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর মিলটন আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ বধির স্পোর্টস ফাউন্ডেশনের সঙ্গে এবারই প্রথম ওয়ালটন গ্রুপ যুক্ত হলো। মাঠে আপনাদের সাফল্যের ওপর নির্ভর করবে আমাদের পরবর্তী যাত্রা। আশা করছি, এই ত্রিদেশীয় টুর্নামেন্টের মধ্য দিয়ে আপনারা নতুন দিগন্তের সূচনা করবেন। খেলাধুলায় ভারত ও পাকিস্তান আমাদের কঠিন প্রতিপক্ষ। সেটা ক্রিকেট, ফুটবল সবক্ষেত্রেই। এবার সেই উত্তেজনা থাকবে আপনাদের ক্রিকেটে। দুই প্রতিপক্ষকেই হারিয়ে বাংলাদেশ বধির ক্রিকেট দল চ্যাম্পিয়ন হবে সেই প্রত্যাশা করছি।’
টুর্নামেন্টে প্রতিটি ম্যাচে ম্যাচসেরার পুরস্কার দেয়া হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ট্রফিসহ পাবে ৫০ হাজার টাকা এবং রানার্সআপ দল ট্রফির সঙ্গে পাবে ২৫ হাজার টাকা। বাংলাদেশ বধির দল ভবিষ্যতেও সাফল্যের ধারা অব্যহত রাখবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ বধির ক্রিকেট দলের অধিনায়ক শাহরিয়ার আহমেদ চৌধুরী।
তিনি বলেছেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলছি। কিন্তু কখনো কোনো স্পন্সর পাইনি। এবারই প্রথম কোনো স্পন্সর আমাদের দলের প্রতি আগ্রহ দেখিয়েছে। আমরা আমাদের অভিভাবক পেয়েছি। আমরা আমাদের দল নিয়ে আশাবাদী। আমরা আগেও বাইরে খেলেছি, এবার দেশে খেলব। ক্রিকেট অনেক ব্যয়বহুল খেলা। আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমরা আরো সাফল্য পাব বলে বিশ্বাস করি।’
ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে আগামী বৃহস্পতিবার বাংলাদেশে এসে পৌঁছাবে ভারত ও পাকিস্তান বধির ক্রিকেট দল।
বাংলাদেশ স্কোয়াড: শাহরিয়ার আহমেদ চৌধুরী (অধিনায়ক), রাসেল আহমেদ, ওয়াহিদুল আলম মুমিন, আফসার উদ্দিন রিয়াদ, আকসার আহমেদ, আহমেদ আব্দুল্লাহ আল হাসিব (উইকেট রক্ষক), রুবেল হোসেন, সোহেল, ইমরান খান, আহমেদ নাফিস ইমতিয়াজ দ্বীপ, জি. এম. মাহাবুবুর রহমান সেতু, ইম্মি চৌধুরী, আকিব মাহমুদ, সাঈদুর রহমান, রায়হান মনির।