একই মিউজিক ভিডিওতে মাশরাফি, মুশফিক ও মুস্তাফিজ

ছবি: মিউজিক ভিডিওতে মাশরাফি ও মুস্তাফিজ

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী ১৫ই সেপ্টেম্বর আরব আমিরাতের মাটিতে শুরু হচ্ছে এশিয়া কাপের আসর। এই টুর্নামেন্টকে সামনে ‘খেলাধুলার বাংলাদেশ’ নামে নতুন এক গানের ভিডিও প্রকাশ হয়েছে।
এই মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, উইকেটরক্ষক মুশফিকুর রহিম ও পেসার মুস্তাফিজুর রহমান। এই গানে কণ্ঠ দিয়েছেন সঙ্গীত শিল্পী বুশরা শাহরিয়ার।

শুধু ক্রিকেটাররাই নন, এই গানের ভিডিওতে অংশ নিয়েছেন স্বনামধন্য ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, দাবার গ্রান্ড মাস্টার জিয়াউর রহমানসহ আরও অনেক তারকা খেলোয়াড়।
এর আগেও বুশরার আরেকটি গানের ভিডিও প্রকাশ হয়েছিল ‘উৎসবের বাংলাদেশ’ নামে। সেখানে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফিকে দেখা গিয়েছিল। এবার দ্বিতীয় বারের মতো কোনো গানের ভিডিওতে অংশ নিয়েছেন মাশরাফি।
'উৎসবের বাংলাদেশ'এর গানের ভিডিওর সাফল্যের পর দীর্ঘ এক বছরের বিরতিতে নতুনরূপে আরেকটি গান নিয়ে এসেছেন সঙ্গীত শিল্পী বুশরা। এই গানের কথা ও সুর করেছেন বুশরা নিজেই। আর সঙ্গীতায়জন করেছেন ইমন চৌধুরী।
‘খেলাধুলার বাংলাদেশ’ গানটির পৃষ্ঠপোষকতা করেছে বেঙ্গল ডিজিটাল। ইতিমধ্যে গানের ভিডিওটি ইউটিউবে মুক্তি পেয়েছে। আর গানের ভিডিওটি সাড়া ফেলেছে ক্রীড়ামোদী দর্শকদের মাঝে।