যুব এশিয়া কাপের বাংলাদেশ দল ঘোষণা

ছবি: বাংলাদেশ যুব দল

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের মাটিতে আগামী ২৯ সেপ্টেম্বর শুরু হবে এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখে ১৯ সদস্যের বাংলাদেশ দল ঘোষোণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলটির অধিনায়ক করা হয়েছে অভিজ্ঞ তৌহিদ হৃদয়কে। তাছাড়া তার সহকারী হিসেবে আছেন শামীম হোসেন। এই দলে ডাকা হয়েছে আলোচিত তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনকে।

এবারের যুব এশিয়া কাপে অংশ নিচ্ছে মোট আটটি দল। ‘এ’ গ্রুপে ভারত, আফগানিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত এবং ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান, শ্রীলংকা ও হংকং।
গ্রুপ পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে বিকেএসপির দুটি মাঠ এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এমএ আজিজ স্টেডিয়ামে। তবে সেমিফাইনাল ও ফাইনাল অন্য ভেন্যুতে আয়োজন করবে বাংলাদেশ।
সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে। ২৯ সেপ্টেম্বর উদ্বোধনী দিনই চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বে প্রতিদিনই থাকছে ম্যাচ। ৭ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এ আসরের।
বাংলাদেশ দলঃ
তৌহিদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন (সহ অধিনায়ক), তানজীদ হাসান তানিম, সাজিদ হোসেন সিয়াম, প্রান্তিক নাওরোজ নাবিল, আমিত হাসান, আকবর আলী, শাহাদাত হোসেন, রাকিবুল হাসান, মিনহাজুর রহমান মুন্না, মোহাম্মদ রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, আভিষেক দাস।