প্রথম শ্রেণীর ক্রিকেটকে মিলারের না

ছবি: ডেভিড মিলার

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী বছরের বিশ্বকাপকে সামনে রেখে দক্ষিন আফ্রিকা দলের মিডল অর্ডার ব্যাটসম্যান ডেভিড মিলার প্রথম শ্রেনীর ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
সোমবার এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। ২০১৯ সালে ইংল্যান্ডে বসতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের আগে নিজেকে প্রস্তুত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছেন মিলার। এই প্রসঙ্গে তিনি বলেন,
'লাল বলের ক্রিকেট (প্রথম শ্রেণির) আমি সবসময় উপভোগ করি। কিন্তু আমি,ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমি সাদা বলের ক্রিকেটে বেশি মনোযোগ দিতে চাই, যাতে প্রোটিয়াদের হয়ে আমি নিজের পছন্দের ফরম্যাটে খেলতে পারি।'

তবে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের দল ডলফিন্সের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন বলে নিশ্চিত করেছেন মিলার। দলটির হয়ে নিজের সর্বোচ্চটা দিয়ে শিরোপা জেতার চেষ্টা করবেন উল্লেখ করে এই প্রোটিয়া তারকা বলেন,
'বিশ্বকাপের আগে এই সিদ্ধান্তটি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। এটি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিশেষ করে আগামী বছরে বিশ্বকাপকে সামনে রেখে। আমি অবশ্য ডলফিন্সের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে খেলব এবং তাদেরকে নিজের সর্বোচ্চ দিয়ে সাহায্য করবো এই মৌসুমের শিরোপা জিততে।'
এবি ডি ভিলিয়ার্সের অবসরের পর একজন যোগ্য মিডল মিডল অর্ডার ব্যাটসম্যানের খোঁজে ছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। যেখানে মিলারই সবচেয়ে এগিয়ে ছিলেন। কিন্তু এর আগেই মিলারের এই ঘোষণা অবাক করেছে বোর্ড কর্তাদেরও।
বলা যায় প্রথম শ্রেণীর ক্রিকেট যেহেতু তিনি আপাতত খেলছেন না তাই স্বাভাবিক ভাবেই টেস্ট ক্রিকেটের জন্যেও বিবেচনার বাইরে থাকবেন বাম হাতি বিধ্বংসী ব্যাটসম্যান মিলার।
এই নিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী থাবান মোরো জানিয়েছেন, 'আমাদের সম্ভাব্য টেস্ট খেলোয়াড়দের তালিকায় থাকা ডেভিডকে হারানো হতাশাজনক, তবে আমি আশাবাদী যে সে ভবিষ্যতে লাল বলের ক্রিকেটে ফিরে আসবে।'
উল্লেখ্য প্রথম শ্রেণীর ক্রিকেটে মিলার ৬৩ টি ম্যাচ খেলে ৩৬.৩২ গড়ে করেন ৩৩৪২ রান ।