১১ লঙ্কানকে নিয়েই সতর্ক সাকিব

সাকিব আল হাসান
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ম্যাচ জেতানো ক্রিকেটারের সংখ্যা কম নেই শ্রীলঙ্কা ক্রিকেট দলে। দলটিতে রয়েছে থিসারা পেরেরা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো তারকারা। আর এদের প্রত্যেকেই যেকোনো মুহূর্তে হয়ে উঠতে পারে দলটির তুরুপের তাস। 


তবে বাংলাদেশ ক্রিকেট দলের সহ অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন বাংলাদেশকে ভালো খেলতে হলে​ প্রতিপক্ষের নির্দিষ্ট কয়েকজন খেলোয়াড়ের পরিবর্তে গোটা দলকে নিয়েই চিন্তা করতে হবে তাঁদের।


promotional_ad

সেই অনুযায়ী পরিকল্পনা সাজাতেই কাজ করছেন তাঁরা। গতকাল আবুধাবিতে আইসিসি ক্রিকেট অ্যাকাডেমি মাঠে অনুশীলন শেষে গণমাধ্যমকে সাকিব বলেছেন, 


'শ্রীলঙ্কা দারুণ একটি দল, তাঁদের অনেক ক্রিকেটার আছে যারা ম্যাচ জেতাতে পারে। তাই আমরা শুধু একজন কিংবা দুইজন ক্রিকেটারের প্রতি ফোকাস করতে পারি না। এখানে ১১ জন ক্রিকেটার খেলবে, সুতরাং আমাদের সবার বিপক্ষেই ভাল করতে হবে।'


এশিয়া কাপের প্রথম দল হিসেবে আরব আমিরাতে পা রেখেছিল বাংলাদেশ ক্রিকেট দল। আর সেখানে পৌঁছেই পুরোদমে অনুশীলন শুরু করেছে তাঁরা। লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ সফরের পারফর্মেন্স এশিয়া কাপেও বয়ে নিয়ে আসা। সাকিব এই প্রসঙ্গে জানিয়েছেন, 


'ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ একটি সিরিজ কাটিয়ে আসার পর আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী, বিশেষ করে ওয়ানডে এবং টি টুয়েন্টিতে। সুতরাং আমরা সেই আত্মবিশ্বাস এশিয়া কাপেও বয়ে নিয়ে আসতে চাই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball