promotional_ad

রাগ দমনে কাজ করছেন সাব্বির

সাব্বির রহমান
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


রাগের মাথায় মেজাজ হারিয়ে বিতর্ক সৃষ্টি করার ঘটনা সাব্বির রহমানের জন্য নতুন কিছু নয়। অযাচিত এই রাগের কারণেই আজ নিষেধাজ্ঞার কোপানলে পড়তে হয়েছে বাংলাদেশ দলের এই ব্যাটসম্যানকে। 


সতীর্থরা যখন দুবাইয়ে এশিয়া কাপকে সামনে রেখে অনুশীলনে মত্ত তখন সাব্বির দেশের মাটিতে অনেকটা নিভৃতেই দিন যাপন করছেন। তবে নিজের কৃতকর্মের জন্য যে তিনি যথেষ্টই অনুতপ্ত সেটি সম্প্রতি তাঁর ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারেই বোঝা গিয়েছে।



promotional_ad

সাব্বির জানিয়েছেন রাগ নিয়ন্ত্রণ করার জন্য বর্তমানে কাজ করে যাচ্ছেন তিনি। এমনকি কোন দর্শক মৌখিকভাবে কটূক্তি করলেও যেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন সেটাই এখন মূল লক্ষ্য তাঁর। টাইগার এই ক্রিকেটার বলেছেন, 


'আমি নিজের উন্নতির চেষ্টা করছি এবং রাগ দমনের লক্ষ্যে কাজ করছি যেন আমি নম্রভাবে কথা বলতে পারি এমনকি যদি কেউ আমাকে মৌখিকভাবে কটূক্তি করে তাহলেও। আমি এই বিষয়গুলো শিখছি।' 


বাংলাদেশের ক্রিকেটে সাব্বিরকে একজন দাম্ভিক এবং অহংকারী মানুষ হিসেবেই পরিগণিত করে থাকেন অনেকে। আর সেটি তাঁর কার্যকলাপের মাধ্যমেই যেন প্রকাশ পায় প্রকটভাবে। কখনও দর্শক পিটিয়ে, আবার কখনও গালিগালাজ করে সেই দাম্ভিকতাই যেন তুলে ধরেন এই ক্রিকেটার।



তবে ব্যক্তি সাব্বির এই ব্যাপারটি মানতে নারাজ একেবারেই। তিনি জানিয়েছেন মানুষ যেটাই ভাবুক না কেন উদ্ধত মানসিকতা তাঁর কখনই ছিল না। অবশ্য কখনও কখনও রাগকে যে নিয়ন্ত্রণ করতে পারেন না সেটিও স্বীকার করেছেন তিনি। সাব্বিরের ভাষায়, 


'আসলে এখানে রাগান্বিত হওয়াটা মূল বিষয় নয়। প্রত্যেকেরই রাগ থাকে। সম্ভবত আমি সেটি দেখিয়ে ফেলেছি ভেতরে রাখার পরিবর্তে। অনেক মানুষই এটি পছন্দ করেনি। অনেকেই মনে করেছে আমি অহংকারী এবং অনেক দম্ভ করি, কিন্তু আমি আসলে তেমন উদ্ধত মানুষ নই যতটা আমাকে দেখা হচ্ছে। রাগ কখনোই ভালো কিছু নয়। তবে কখনও কখনও আমি রাগান্বিত না হয়ে পারি না।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball