মাহমুদুল্লাহ বাংলাদেশের ভিভিএস লক্ষ্মণ?

ছবি: মাহমুদুল্লাহ রিয়াদ

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ দলের অন্যতম ভরসার নাম মাহমুদুল্লাহ রিয়াদ। ভারতীয় ক্রিকেট দলে বেশ লম্বা সময় ভারসার প্রতীক হয়েছিলেন তারকা ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ।
বাংলাদেশী ব্যাটসম্যান মাহমুদুল্লাহকেও বেশ অনেকদিন থেকেই ভারতীয় কিংবদন্তী ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণের সাথে তুলনা করা হয়। শুধু ভরসার প্রতীক হয়ে থাকার জন্য নয়। বিশেষ করে পেস বোলারদের বিপক্ষে মাহমুদুল্লাহর কভার ড্রাইভের সাথে লক্ষ্মণের কভার ড্রাইভের অনেক সাদৃশ্য রয়েছে।

এই কারণেই অনেকে তাকে বাংলাদেশ দলের লক্ষ্মণ বলে সম্বোধন করেন। গলফ নিউজের সাথে এক সাক্ষাৎকারে মাহমুদুল্লাহ জানিয়েছেন সাবেক ভারতীয় এই ক্রিকেটারের সাথে তুলনা তাকে অনুপ্রাণিত করে। এটা অনেক সম্মানেরও বাংলাদেশ দলের এই ক্রিকেটারের কাছে।
'এটি অনেক বড় সম্মানের। লক্ষ্মণ তাঁর দেশের একজন মহান প্রতিনিধি। তিনি ভারতের অনেক ভালো একজন ব্যাটসম্যান ছিলেন তাঁর সময়কালে। সুতরাং তাঁর সাথে তুলনা করলে আসলেই অনেক ভালো লাগে।'
এদিকে, দুদিন আগেই এশিয়া কাপে অংশ নিতে বাংলাদেশ দলের সাথে দেশ ছেড়েছেন মাহমুদুল্লাহ। পৌঁছেই দুবাইয়ে অনুশীলনে নেমে পড়েছেন তিনি। তৈরি হচ্ছেন এশিয়া কাপের প্রথম ম্যাচে মাঠে নামতে।
আগামী ১৫ই সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল। এই ম্যাচে অনেকেই মাহমুদুল্লাহর ব্যাটে কভার ড্রাইভ দেখতে মুখিয়ে থাকবেন। মাহমুদুল্লাহও হয়তো ভক্তদের নিরাশ করবেন না।