এশিয়া কাপে শুধুই ব্যাটসম্যান মাহমুদুল্লাহ?

ছবি: মাহমুদুল্লাহ রিয়াদ

|| ডেস্ক রিপোর্ট ||
টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ ক্যারিয়ারের শুরুতে অলরাউন্ডার হিসেবে খেললেও এখন তাকে শুধুই ব্যাটসম্যান হিসেবে দেখা যায়। বল হাতে দেখা যায় কালেভদ্রে। আসন্ন এশিয়া কাপেও তাকে শুধু ব্যাটসম্যান হিসেবেই দেখা যাবে।
এমনটা ইঙ্গিত দিয়েছেন মাহমুদুল্লাহ নিজেই। গলফ নিউজের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন নিজেকে একজন ব্যাটিং অলরাউন্ডার হিসেবেই প্রতিষ্ঠিত করতে চান তিনি। সবার আগে তার কাছে গুরুত্ব পায় ব্যাটিং এরপর বোলিং।

তবে দলের প্রয়োজনে ব্যাটে বলে দুই ভূমিকাতেই অবদান রাখতে চান তিনি। ১৫ই সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের এশিয়া কাপের মিশন। সেই ম্যাচেই দেখা যাবে কোন ভূমিকায় খেলবেন মাহমুদুল্লাহ।
'আমি মূলত একজন ব্যাটিং অলরাউন্ডার হতে চাই। আমি আমার ব্যাটিংকেই প্রথমে প্রাধান্য দেই, এরপর বোলিং। আমি সর্বদা উভয়ক্ষেত্রেই আমার স্কিল বজায় রাখতে চাই কারণ এটি আমাদের মতো দলের জন্য উপকারি হবে জয়ের জন্য। আমি জানি আমাকে ব্যাট এবং বল উভয় দিকেই অবদান রাখতে হবে।'
এশিয়া কাপের গত দুই আসরের ফাইনালিস্ট বাংলাদেশ দল। গত দুই আসরের অভিজ্ঞতা এবারের আসরে কাজে লাগাতে চায় বাংলাদেশ দল। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের দলের অভিজ্ঞ এই ক্রিকেটার।
এবারের আসরে ভালো করতে প্রথম ম্যাচ থেকেই সেরাটা খেলতে হবে বলে মনে করেন মাহমুদুল্লাহ। বিশেষ করে অন্য দলগুলো যেভাবে প্রস্তুতি নিচ্ছে, এর ফলে প্রথম ম্যাচ থেকেই ভালো খেলার বিকল্প দেখছেন না তিনি।
'আমরা ২০১৪ এবং ২০১৬ সালের এশিয়া কাপের ফাইনালিস্ট ছিলাম। আমরা গত এশিয়া কাপের পারফর্মেন্স থেকে পাওয়া আত্মবিশ্বাস এই টুর্নামেন্টে কাজে লাগাতে চাই। যেহেতু অন্য সব দলই ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে সুতরাং আমাদের প্রথম ম্যাচ থেকেই নিজেদের সেরাটা দিতে হবে।'