বিপিএলের উদাহরণ টানলেন রশিদ খান

ছবি: রশিদ খান

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএল, বিপিএল, সিপিএল, বিগ ব্যাশের মতো জনপ্রিয় টি টুয়েন্টি টুর্নামেন্ট থেকে প্রতি বছরই উঠে আসে অনেক প্রতিভাবান তরুণ ক্রিকেটাররা।
এবার আগামী মাস থেকে আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আফগানিস্তান প্রিমিয়ার লীগ (এপিএল) থেকেও নতুন অনেক ক্রিকেটারের উদ্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির তরুণ লেগ স্পিনার রশিদ খান।

'আপনি যদি বিপিএল, আইপিএল কিংবা বিগ ব্যাশ দেখেন তাহলে দেখবেন এই লীগগুলো তাঁদের দেশকেও সাহায্য করছে ভালো করার জন্য। তাঁরা অনেক তরুণ প্রতিভাবান ক্রিকেটার পাচ্ছে এই লীগগুলো থেকে। সুতরাং আমি মনে করি আফগানিস্তানের ক্ষেত্রেও একই ব্যাপার হবে,' বলছিলেন এই লেগি।
নিজ দেশের লীগে খেলতে পারাটা অনেক বেশি সম্মানের হিসেবে দেখছেন রশিদ খান। আর এই লীগের খেলার মাধ্যমে দেশের তরুণ ক্রিকেটাররাও তাঁদের সামর্থ্য প্রমাণের বড় একটি সুযোগ পাচ্ছে বলে বিশ্বাস করেন তিনি। তিনি বলেছেন,
'নিজেদের লীগে খেলতে পারা অনেক বড় সম্মানের। আফগানিস্তানের তরুণ ক্রিকেটারদের এটাই সুযোগ নিজেদের সামর্থ্য প্রমাণ করার। শহীদ আফ্রিদি, ক্রিস গেইল এবং অন্যান্য তারকাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পারাটা তাঁদের জন্য বড় একটি সুযোগ।'
সুত্র- আইসিসি