আফগান লীগের দল পরিচিতি

ছবি: আফগানিস্তান প্রিমিয়ার লীগ

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী মাসের শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাতের মাঠে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে আফগানিস্তান প্রিমিয়ার লীগের (এপিএল) আসর। আর প্রথম আসরেই টুর্নামেন্টটি ঝলক দেখানোর আভাস দিয়েছে বিশ্বের তারকা ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে।
টুর্নামেন্টের পাঁচ ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে মাঠ মাতাবেন শহীদ আফ্রিদি, ক্রিস গেইল, ব্র্যান্ডন ম্যাককালাম, আন্দ্রে রাসেলদের মতো টি টুয়েন্টির মহীরুহরা। আর বাংলাদেশের জন্য সবথেকে বড় আকর্ষণ হিসেবে এই এপিএলে এবার খেলবেন দুই টাইগার ক্রিকেটার তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম।
নঙ্গরহার দলটির পক্ষে তাঁদের সাথে আরও থাকছেন আন্দ্রে রাসেল, বেন কাটিং, মোহাম্মদ হাফিজ, সন্দ্বীপ লামিচানেদের মতো তারকারা। নঙ্গরহার ছাড়াও টুর্নামেন্টে যে চারটি দল অংশ নিবে সেগুলো হল পাকতিয়া, কাবুল, বালখ ও কান্দাহার। এরই মধ্যে সবগুলো ফ্র্যাঞ্চাইজিই প্রায় চূড়ান্ত করে ফেলেছে তাঁদের দল।

চলুন দেখে নেয়া যাক আফগান লীগে এবার কোন কোন দলে কারা খেলছেন-
নঙ্গরহারঃ আন্দ্রে রাসেল, তামিম ইকবাল, মুজিব জাদরান, বেন কাটিং, শফিকুল্লাহ শাফাক, নাজিবুল্লাহ তারাকি, মিচেল ম্যাকক্লেনেগান, মুশফিকুর রহিম, মোহাম্মদ হাফিজ, রহমত শাহ, নাভিন উল হক, জাহির খান, সন্দ্বীপ লামিচানে, ফজল হক, ইমরান জানাত, নাসরাতুল্লাহ কুরেশি, খাইবার ওমর, ইব্রাহিম জাদরান, ফাল নাজাই।
পাকতিয়াঃ শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, শারাফুদ্দিন আশরাফ, সামিউল্লাহ সেনওয়ারি, ক্রিস জর্ডান, ফাহিম আশরাফ, লুক রাইট, আমাতুল্লাহ ওমেরজাই, রাহমানুল্লাহ গারবাজ, জিয়া উরহামান আকবর, ক্যা??াম ম্যাকলয়েড, তাহির আদিল, ইউসুফ জাজি, ফজল জাজাই।
কাবুলঃ রশিদ খান লুক রঞ্চি, হজরত জাজাই, কলিন ইনগ্রাম, ফরিদ মালিক, জাভেদ আহমাদি, সোহেল তানভির, লরি ইভান্স, ওয়েইন পারনেল, শহিদুল্লাহ, মুসলিম মুসা, আফসার খান জাজি, মুহাম্মদ আশান আলি খান, জাহির শিরজাদ, ফিতরাত খাওয়ারি, উসমান আদিল, শওকত জামান, নাসির তোতাখিল, জামির খান।
বালখঃ ক্রিস গেইল, কলিন মুনরো, মোহাম্মদ নবী, রবি বোপারা, আফতাব আলম, গুলবাদিন নাইব, মোহাম্মদ ইরফান, বেন লফলিন, কামরান আকলম, কাইস আহমেদ, উসমান গনি, ইকরাইন আলিখিল, রায়ান টেন ডেসকাট, তারিক স্কানিকাই, আসাদুল্লাহ মাতানি, সামিউল্লাহ সালারজাই, ফারহান জাখিল, মোহাম্মদ নেওয়াজ, দারউইশ রাসুলি।
কান্দাহারঃ ব্র্যান্ডন ম্যাককালাম, ওয়াহাব রিয়াজ, আসগর আফগান, পল স্টারলিং, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, টাইমাল মিলস, স্যাম বিলিংস, ইফতিখার আহমেদ, হামজা হোতাক, করিম সাদিক, সাইদ সিরজাদ, মোহাম্মদ নাভিদ, ওয়াকার, আব্দুল বাকি, ওয়াহিদ শাফাক, ওয়াকারুল্লাহ ইশহাক, নাজির জামাল।