সতীর্থরা দুবাইয়ে, তামিম মিরপুরে

ছবি: ছবি - ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দলের সতীর্থরা যখন আসন্ন এশিয়া কাপের জন্য দুবাইয়ে অনুশীলন করতে ব্যস্ত তখন মিরপুরের হোম অফ ক্রিকেটে নেটে ঘাম জড়াচ্ছেন টাইগার ওপেনার তামিম ইকবাল।
ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে আরব আমিরাত যেতে পারেন নি তামিম ইকবাল এবং রুবেল হোসেন। তবে দলের সঙ্গে সেখানে অনুশীলন করতে না পারলেও এখানে বসেই নিজেকে প্রস্তুত করছেন এই বাঁহাতি ওপেনার।
এর আগে গেল মাসের ২৫ তারিখ শেষ বারের মত ব্যাটিং অনুশীলন করেছিলেন তামিম। এরপর প্রস্তুতি ক্যাম্প চলাকালীন ফিল্ডিংয়ের সময় আঘাত পান তিনি।

যেকারণে ফিজিওর সাথে আলাপ করেই ব্যাটিং অনুশীলন করছেন এই ওপেনার। আর টিম ম্যানেজম্যান্ট আশাবাদী সব সমস্যা পেছনে ফেলে প্রথম ম্যাচেই মাঠে নামতে পারবেন তামিম।
এদিকে যতদূর জানা গিয়েছে, এই সমস্যার সমাধান হওয়ার সঙ্গে সঙ্গেই তারা আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও সোমবার এমনই তথ্য দিয়েছেন।
উল্লেখ্য এশিয়া কাপের মিশনে টাইগারদের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৫ তারিখ দুবাইয়ের মাঠে সেই ম্যাচে মুখোমুখি হবে দুই দল। গ্রুপে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ আফগানিস্তান।
এশিয়া কাপের স্কোয়াড:
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মমিনুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।