আমরা এশিয়া কাপ জিততেও পারিঃ রশিদ খান

ছবি: রশিদ খান, ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তান দলের পক্ষে এশিয়া কাপের শিরোপা জেতা সম্ভব। তবে আফগান স্পিনার রশিদ খান মনে করছেন, এর জন্য প্রয়োজন দলের ক্রিকেটারদের স্নায়ু চাপ ধরে খেলা।
২০১৪ সালে প্রথম বার এশিয়া কাপে অংশ নিয়েছিল আফগানিস্তান। এরপর ২০১৬ সালে সংযুক্ত আরব আমিরাতের সাথে বাছাই পর্বে হেরে বাদ পড়ে যাওয়া দলটি এবার আবার খেলার সুযোগ পেয়েছে এশিয়ার বৃহৎ এই ক্রিকেট টুর্নামেন্টে।
তাই কিছুটা তো মানসিক চাপ থাকবেই এই দলের জন্য। কিন্তু বিশ্ব সেরা স্পিনার রশিদ মনে করছেন, চাপ নিয়ে না খেললে যে কোন দলকে হারানোর সামর্থ্য রাখে তাঁরা। আর তিনি চাইছেন তাঁদের ক্রিকেটার সকলে যেন খেলা গুলোকে উপভোগ করে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে খেলে।

'অবশ্যই আমাদের জেতার মতো স্কিল এবং প্রতিভা আছে। আমাদের শুধু স্নায়ু চাপ ধরে রাখতে হবে। খেলাকে উপভোগ করতে হবে এবং কার বিপক্ষে খেলছি সে দিকে নজর দেয়ার দরকার নাই। আমাদের খেলোয়াড় না বলের বিপক্ষে খেলতে হবে।
'আমি মনে করি এটাই মূল চাবিকাঠি। আমরা যদি স্নায়ু চাপ ধরে রাখতে পারি এবং সঠিক সিদ্ধান্তটা সময়মত নিতে পারি সেটাই আমাদের এবং প্রতিপক্ষের মাঝে পার্থক্য গড়ে দিবে। আমাদের অনেক প্রতিভাবান স্পিনার, পেসার এবং ব্যাটসম্যান আছে। তারাই জিতবে যারা চাপ না নিয়ে খেলবে। এখনই সময়, আমরা যে কোন দলকে হারাতে পারি। আমাদের শুধু মাথা ঠাণ্ডা করে সেরাটা খেলে যেতে হবে।'
এদিকে দলটি টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর নিজেদের প্রথম ম্যাচ খেলেছিল ভারতের বিপক্ষে। সেই পরিস্থিতিটা তাঁদের জন্য অনেক কঠিন ছিল। অনেকটা সময় অবিশ্বাসের মধ্যেই কাটিয়েছিল দলের সব ক্রিকেটাররা, জানিয়েছেন রশিদ খান।
সেই স্নায়ু চাপ তাঁদের এনে দিয়েছিলো বিশাল হারের স্বাদ। তবে সেই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে আসন্ন এশিয়া কাপে কাজে লাগাতে চান আফগান ক্রিকেটাররা। আর ওয়ানডে র্যাঙ্কিংয়ের দ্বিতীয় বোলার মনে করছেন ঐ অভিজ্ঞতাই তাঁরা কাজে লাগাতে পারবেন।
'আমরা আমাদের প্রথম টেস্ট ম্যাচ খেলেছি ভারতের বিপক্ষে। তাই সেরা দলের বিপক্ষে খেলা সেই সময়টা আমাদের অনেক কঠিন ছিল। আমরা প্রথম সেশনে বিশ্বাসই করতে পারছিলাম না আমরা যে টেস্ট ক্রিকেট খেলতেছি।
'আমরা সেখান থেকে অভিজ্ঞতা গ্রহণ করেছি এবং যা আমাদের সামনের ম্যাচগুলোতে কাজে আসবে। এশিয়া কাপে এই অভিজ্ঞতা সাহায্য করবে। আমরা অতীতের ভুল গুলো থেকে শিক্ষা নিয়েই খেলতে নামবো।'
আগামী ১৭ই সেপ্টেম্বর পাঁচবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই এবারের এশিয়া কাপ মিশনে নামবে আফগানিস্তান। তাদের পরবর্তী ম্যাচ ২০ই সেপ্টেম্বর ২০১৬ সালের রানার্স-আপ বাংলাদেশের বিপক্ষে।