অব্যবস্থাপনার শিকার তামিম-রুবেল

ছবি: ছবিঃ গুগল

|| ডেস্ক রিপোর্ট ||
ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে দুবাই যেতে পারেননি ওপেনার তামিম ইকবাল ও পেসার রুবেল হোসেন। ভিসা জটিলতায় যাওয়া হয়নি টিম ম্যানেজার খালেদ মাহমুদেরও।
যতদূর জানা গিয়েছে, এই সমস্যার সমাধান হওয়ার সঙ্গে সঙ্গেই তারা আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বেন। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী নিজেও নিশ্চিত ভাবে জানাতে পারেননি এই সমস্যার সমাধান কবে হবে। তিনি বলেন,
'তারা এখন স্ট্যান্ড-বাই হিসেবে রয়েছেন। যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করার চেষ্টা চলবে। ভিসা পাওয়ার সাথে সাথেই তারা এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছাড়বেন।'

এদিকে বিসিবির এই প্রধান নির্বাহী আরও জানিয়েছেন, তারা চেয়েছিলেন যেন সব ক্রিকেটারই আগে ভাগে দুবাই গিয়ে সেখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পারে। কিন্তু তামিম-রুবেল সমস্যার কারণে সেটা পারছেন না। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অব্যবস্থাপনার শিকার হয়েছেন তারা। তার ভাষায়,
'বিষয়টা খুব হতাশাজনক আমাদের কাছে। কারণ আমরা চেয়েছিলাম সব ক্রিকেটারই যেন দ্রত সেখানে গিয়ে কন্ডিশনের সাথে নিজেদের মানিয়ে নেয়। কিন্তু শেষ পর্যন্ত একটা জটিলতায় সেটা ঠিকভাবে হলনা।'
উল্লেখ্য এশিয়া কাপের মিশনে টাইগারদের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৫ তারিখ দুবাইয়ের মাঠে সেই ম্যাচে মুখোমুখি হবে দুই দল। গ্রুপে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ আফগানিস্তান।
এশিয়া কাপের স্কোয়াড:
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মমিনুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।