promotional_ad

জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ড

ছবিঃ ইসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের দেয়া ৪৬৩ রানের অসম্ভব লক্ষ্যের পেছনে ছুটছে ভারত। এতো রান তাড়া করে টেস্ট ক্রিকেটে জয়ের রেকর্ড নেই। চতুর্থ দিন শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৫৮ রান। তারা এখনও স্বাগতিকদের চেয়ে পিছিয়ে আছে ৪০৬ রানের ব্যবধানে।


লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২ রানের মধ্যেই টপ অর্ডারের ৩ ব্যাটসম্যানকে হারায় সফরকারীরা। শিখর ধাওয়ান ১ রান করে আউট হলেও রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন পুজারা ও ভিরাট কোহলি।


তৃতীয় উইকেটে ভারতের হাল ধরেছেন ওপেনার লোকেশ রাহুল ও আজিঙ্কা রাহানে। রাহুল ৪৬ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন ১০ রানে অপরাজিত আছেন রাহানে। ভারতের ২ টি উইকেট নিয়েছেন ইংলিশ পেসার জিমি অ্যান্ডারসন।


১টি উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড। এদিকে, সিরিজ আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচ খুব একটা বিশেষত্ব নেই ইংল্যান্ডের কাছে। ফলে একটু দেরি করেই ইনিংস ঘোষণা করেছে ইংলিশরা। অষ্টম ব্যাটসম্যান হিসেব স্যাম কুরান আউট হওয়ার পরই ইংলিশ অধিনায়ক জো রুট ইনিংস ঘোষণা করেন।


promotional_ad

দ্বিতীয় ইনিংসে ইংলিশদের ইনিংস টেনেছেন বিদায়ী টেস্ট খেলতে নামা অ্যালিস্টার কুক ও অধিনায়ক জো রুট। তাদের ২৫৯ রানের জুটিই চালকের আসনে বসায় ইংল্যান্ডকে। দুজনেই পেয়েছেন সেঞ্চুরি।


কুক তার ক্যারিয়ারের শেষ ইনিংসটি স্মরণীয় করে রাখলেন ১৪৭ রানের ঝলমলে একটি ইনিংস খেলে। এই ইংলিশ ওপেনার তার ২৮৬ বলের ইনিংসটি সাজিয়েছেন ১৪টি চারের মারে। জো রুটি খেলেছেন ১২৫ রানের ইনিংস।


মধ্যাহ্ন বিরতির পর অভিষিক্ত ভারতীয় অলরাউন্ডার হানুমা বিহারির পরপর দুই বলে আউট হয়েছে ইংল্যান্ডের দুই সেঞ্চুরিয়ান। ভারতের জন্য এই ইনিংসে আনন্দের মুহূর্ত বলতে ছিলো ওই একটিই।


রানের গতি বাড়াতে গিয়ে উইকেট হারাতে থাকলে শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৪২৩ রান করে ইংল্যান্ড। ভারতের হয়ে ৩ টি করে উইকেট নিয়েছেন হনুমা বিহারি ও রবীন্দ্র জাদেজা। আর ২টি উইকেট দখল করেছেন মোহাম্মদ শামি।


স্কোরকার্ডঃ


ইংল্যান্ডঃ ৩৩২ ও ৪২৩/৮ ডিক্লে.
ভারতঃ ২৯২ ও ৫৮/৩


সিরিজঃ ইংল্যান্ড ৩-১ ব্যবধানে এগিয়েে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball