promotional_ad

কুকের রাজসিক বিদায়

অ্যালিস্টার কুক
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্যারিয়ারের প্রথম ইনিংসের মতো ওভালে নিজের শেষ টেস্ট ইনিংসেও সেঞ্চুরি করেছেন অ্যালিস্টার কুক। নিজের শেষ টেস্ট ও শেষ ইনিংস যত সুন্দরভাবে রাঙিয়ে রাখা যায়, সেটিই করেছেন এই ইংলিশ ওপেনার।


আন্তর্জাতিক ১৬১ টি টেস্ট ম্যাচে তিনি ২৬ হাজার ৫ শত ৬২ টি বল মোকাবেলা করেছেন। তুলেছেন  ১২ হাজার ৪৭২ রান। ৩৩ সেঞ্চুরির সাথে করেছেন ৫৭ টি অর্ধশতক। ১৪ শত ৪২ টি চার ও ১১ ছক্কায় টেস্ট ক্যারিয়ার শেষ করেছেন কুক।


ক্যারিয়ারে ৯ বার স্কোরবোর্ডে রান তোলার আগেই আউট হয়েছেন এই বাঁহাতি। ভারতের বিপক্ষে ১৪৭ রানের ইনিংস দিয়ে ক্রিকেট ইতিহাসের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে প্রথম ও শেষ টেস্টে সেঞ্চুরি করেছেন কুক।


promotional_ad

ভারতের বিপক্ষে এই ইনিংস খেলার পথে তিনি ১৪ টি চারের মার মেড়েছেন। তাছাড়া আরও বেশ কয়েকটি রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি। যার ফলে রেকর্ডের পাতায় নিজেকে অনন্য অবস্থানে নিয়ে গেছেন সাবেক এই ইংলিশ দলপতি।


ভারতের বিপক্ষে ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি তোলার পথে তিনি টেস্ট ক্রিকেটের ইতিহাসের সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় লঙ্কান কিংবদন্তী কুমার সাঙ্গাকারাকে পেছনে ফেলেছেন। কুকের অবস্থান এখন ৫ নম্বরে।


তাছাড়া, ইতিহাসের বাঁহাতি টেস্ট ক্রিকেটারদের মধ্যে রান সংগ্রহের দিক দিয়ে শীর্ষে উঠে এসেছেন তিনি। ওপেনার হিসেবে সবচেয়ে বেশী সেঞ্চুরির রেকর্ডে কুকের অবস্থান দ্বিতীয়। ৩৩ সেঞ্চুরি নিয়ে এই তালিকার শীর্ষে আছেন সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার।


কুক তার ক্যারিয়ারের ২৭৮ ইনিংসে ৩১ টি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। তৃতীয় ইনিংসে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এখন কুকের দখলে। তিনি মোট ১৩ টি সেঞ্চুরি করেছেন তৃতীয় ইনিংসে। এতোদিন এই রেকর্ড দখলে ছিল সাঙ্গাকারার।


তিনি তৃতীয় ইনিংসে ১২ টি সেঞ্চুরি করেছেন। কুকের অভিষেকের পর কোনো ক্রিকেটারই তার চেয়ে বেশি, এক রান, দুই রান, তিন রান ও চার রান নিতে পারেননি টেস্ট ক্রিকেটে। যদিও ১০২ জন ক্রিকেটার তার চেয়ে বেশি ৬ মেড়েছেন।


এই রেকর্ডই কুকের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দেয়। এদিকে, নিজ দেশের হয়ে সাদা পোষাকের ক্রিকেটে সবচেয়ে বেশি রান (১২ হাজার ৪ শত ৭২), সবচেয়ে বেশি সেঞ্চুরি (৩৩) ও সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ (১৫৯)  খেলার রেকর্ডের মালিক কুক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball