promotional_ad

৭ নম্বরের সমাধান আরিফুল?

আরিফুল হক
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ দলে একজন পেস বোলিং অলরাউন্ডারের জন্য হাহুতাশ বরাবরের। আর সাত নম্বরে ব্যাটিংয়ের জন্য কার্যকর একজন ???্যাটসম্যানের অভাব অনেক দিনের। এই দুই সমস্যারই সমাধান হতে পারেন পেস বোলিং অলরাউন্ডার আরিফুল হক।


স্লগ ওভারে তার হার্ড হিটিং ব্যাটিংয়ের সামর্থ্য নজর কেড়েছে টাইগারদের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জিরও। আসন্ন এশিয়া কাপে তাকেই এই পজিশনে ব্যাটিং করতে দেখা যেতে পারে। আরিফুল জানিয়েছেন দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিং করবেন তিনি।


promotional_ad

'এই জায়গাটায় খুব বেশি ব্যাটিং করার সুযোগ থাকে না সব সময়। এখানে ব্যাটিংটা নির্ভর করে টিমের পরিস্থিতি অনুযায়ী।এখানে লক্ষ্য থাকে ম্যাচের শেষটা কিভাবে করা। তাই আমি এখানে দলের পরিকল্পনা অনুসারে ব্যাটিং করব। প্রয়োজন হলে সিঙ্গেল রোটেট করে খেলব। নতুবা বড় শর্ট খেলার চেষ্টা করব।'


আন্তর্জাতিক ক্রিকেট ও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মধ্যে অনেক পার্থক্য দেখছেন  আরিফুল। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিপক্ষ সবসময়ই দুর্বল জায়গায় আঘাত করে, কিন্তু বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এমনটা দেখাই যায় না।


'আন্তর্জাতিক ক্রিকেট এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি দূর্বল প্রতিপক্ষ সেখানেই আপনাকে বার বার আক্রমণ করবে । এখানে খুব কমই বাজে বল পাবেন যেটির সুযোগ নিতে পারবেন আপনি। কিন্তু আমাদের ঘরোয়া ক্রিকেট যেটার ব্যাতিক্রম দেখা যায়। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেট বেশির ভাগ বোলারই ১৪০/১৪৫ গতিতে বল করে।'


আর বাংলাদেশের বোলাররা এক জায়গায় বল করে যেতে পারে না। এই জিনিসটাই বাংলাদেশের ক্রিকেটারদের আন্তর্জাতিক মঞ্চে ভোগায় বলে মনে করেন তিনি। বাংলাদেশের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি এনিয়ে কাজ করছেন বলেও জানিয়েছেন তিনি।


'আর আমাদের মধ্যে তেমন কেউ এভাবে এক নাগাড়ে বল করতে পারে না। এই তফৎটাই আমাদের ক্রিকেটে ভোগায় । কিন্তু আমার এই জায়গাটা থেকে বের হয়ে আসার চেষ্টা করে যাচ্ছি। আমাদের ব্যাটিং কোচ এটা নিয়ে কাজ করছেন।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball